Eknath Shinde: ‘আমরা যা বলব, তাই মানতে হবে…’, শিবসেনা নিয়ে আরও বড় দাবি একনাথ শিন্ডের

Shiv Sena: গোগাওয়ালে জানান, শীঘ্রই লোকসভায় চিফ হুইপ বদল করবে শিবসেনা এবং মুখ্যমন্ত্রী শিন্ডে নতুন হুইপের নাম ঘোষণা করবেন। যদি কোনও নেতা চিফ হুইপের নির্দেশ না মানেন, তবে আগামী দুই সপ্তাহের মধ্যে কোনও পদক্ষেপ করা হবে না।

Eknath Shinde: 'আমরা যা বলব, তাই মানতে হবে...', শিবসেনা নিয়ে আরও বড় দাবি একনাথ শিন্ডের
একনাথ শিন্ডে। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 12:49 PM

মুম্বই: দলের অন্দরে বিদ্রোহ ঘোষণার সময়ই দাবি করেছিলেন, উদ্ধব ঠাকরের শিবির নয়, আসল শিবসেনা (Shiv Sena) তাঁরাই। রাতারাতি ৪০ জন বিধায়ককে নিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে গঠন করেছিলেন মহারাষ্ট্রে নতুন সরকার। নিজে বসেছেন মুখ্যমন্ত্রী পদেও। সম্প্রতি নির্বাচন কমিশনের (Election Commission of India) সিদ্ধান্তে আসল শিবসেনার নাম ও প্রতীক পেয়েছে একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবির। হার মানতে হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহে ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরেকে। শিবসেনার উপর অধিকার পেয়ে এবার আরও বড় দাবি করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বললেন, শিবসেনার নাম ও প্রতীক এখন তাদের হয়ে যাওয়ায়, এবার সকলে শুধু তাদেরই অনুসরণ করবে। শীঘ্রই উদ্ধব ঠাকরের শিবিরের বিধায়করাও তার দলে যোগ দেবেন।

ক্ষমতা নিয়ে বচসার মাঝেই মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দলের সমস্ত নেতাদের বিধানসভায় যোগ দেওয়ার নির্দেশ দেন। যে শিবিরেরই হোন না কেন, শিবসেনার সমস্ত নেতাই যেন দলের প্রতিনিধিত্ব করেন, এ কথাই বলেন একনাথ শিন্ডে। শিবসেনার চিফ হুইপ ভারত গোগাওয়ালেও বলেন, “শিবসেনা একটাই। আমাদের কাছে দলের নাম ও প্রতীক রয়েছে। সকলকে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমরা যা বলব, তাই মানতে হবে। যদি তা না করা হয়, তবে তাদের সঙ্গে কী করা হবে, তা আগামী দুই সপ্তাহের মধ্যে ঠিক করা হবে।”

গোগাওয়ালে জানান, শীঘ্রই লোকসভায় চিফ হুইপ বদল করবে শিবসেনা এবং মুখ্যমন্ত্রী শিন্ডে নতুন হুইপের নাম ঘোষণা করবেন। যদি কোনও নেতা চিফ হুইপের নির্দেশ না মানেন, তবে আগামী দুই সপ্তাহের মধ্যে কোনও পদক্ষেপ করা হবে না। তিনি আরও জানান, উদ্ধব ঠাকরের শিবিরের একাধিক বিধায়ক তাদের শিবিরে যোগ দিতে চান।

গোগাওয়ালে বলেন, “ওরা আমাদের কাছেই আসবে। এখন শুধু দেখা ও অপেক্ষা করার সময়। শুধুমাত্র এই কারণেই আদিত্য ঠাকরে রোজ দাবি করছেন যে আজ বা কাল, পরশু আমাদের সরকারের পতন হবে। কিন্তু আসল সত্য়িটা হল আমরা বিগত সাত মাস ধরে সরকার চালাচ্ছি। এমনকি শরদ পওয়ারও উদ্ধব ঠাকরেকে বলেছেন যে আমাদের সরকারের পতন হবে না। সবাই আমাদের শিবিরেই যোগ দেবে।”