Murder Case: জলখাবারে খিচুড়ি, তাতেও আবার নুন বেশি! রাগের চোটে স্ত্রীর যা অবস্থা করলেন স্বামী…
Murder Case: অভিযুক্ত ব্যক্তির নাম নীলেশ ঘাগ (৪৬)। শুক্রবার সকালে তাঁর স্ত্রী নির্মলা তাঁকে প্রাতঃরাশ করার জন্য খিচুড়ি বানিয়ে দেন। খাবার মুখে তুলতেই নীলেশ বুঝতে পারেন যে খিচুড়িতে অত্যাধিক বেশি নুন হয়েছে।
মুম্বই: সারাদিন শরীর সচল ও তরতাজা রাখতে সকালের জলখাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই খাবারই যদি মনমতো না হয়, তবে মেজাজ বিগড়ানোই স্বাভাবিক। কিন্তু তাই বলে খুনই করে দেবেন নিজের স্ত্রীকে? শুনতে অবিশ্বাস্য লাগলেও, এমনই হয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) থানে জেলায়। সেখানের ভায়ান্ডার শহরতলির বাসিন্দা এক ব্যক্তি তাঁর স্ত্রীকে খুন (Murder) করে দেন খাবারে নুন বেশি হওয়ার কারণে। শুক্রবারই পুলিশ (Police) ওই ব্যক্তিকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম নীলেশ ঘাগ (৪৬)। শুক্রবার সকালে তাঁর স্ত্রী নির্মলা তাঁকে প্রাতঃরাশ করার জন্য খিচুড়ি বানিয়ে দেন। খাবার মুখে তুলতেই নীলেশ বুঝতে পারেন যে খিচুড়িতে অত্যাধিক বেশি নুন হয়েছে। ব্যাস, আর দেখে কে! রাগের চোটে স্ত্রীর গলায় লম্বা একটি কাপড় জড়িয়ে খুন করেন ওই ব্যক্তি।
গোটা ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই মহিলার দেহ উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক পরীক্ষার জন্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবারও থানেতে একই ধরনের আরেকটি খুনের ঘটনা ঘটে। রাবোদী অঞ্চলের বাসিন্দা এক মহিলাকে গুলি করে খুন করেন তাঁর শ্বশুর। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে সকালের চায়ের সঙ্গে জলখাবার না দেওয়ায়, তিনি পুত্রবধুকে তলপেটে গুলি করেন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। কিন্তু শুক্রবার সকালেই ওই মহিলার মৃত্যু হয়।
আরও পড়ুন: UP Police: গান বাজিয়ে পাকিস্তানের জয়জয়কার, স্থানীয় যুবকের আপত্তিতে কড়া পদক্ষেপ করল পুলিশ