Eknath Shinde: মুখ্যমন্ত্রী হওয়ার ‘সুফল’, দলনেতার পদও ফিরে পেলেন শিন্ডে! আদালতে যাবে ঠাকরে শিবির
Eknath Shinde Appointed as Legislative Leader: শিবসেনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পরই একনাথ শিন্ডেকে রাতারাতি এই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে এক সপ্তাহেই বদলে গিয়েছে সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট। পতন হয়েছে মহা বিকাশ আগাড়ি সরকারের।

মুম্বই: আস্থাভোটের আগেই বড় ধাক্কা খেয়েছে উদ্ধব শিবির। স্পিকার নির্বাচনে বিপুল ভোটে হারতে হয়েছে বিজেপি প্রার্থীর কাছে। আজ, সোমবার আস্থাভোট হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভায়। কোন পক্ষের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তা স্থির হয়ে যাবে আজই। তার আগেই ফের একবার মুখ পুড়ল প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray)। শিবসেনা বিধায়ক অজয় চৌধুরিকে সরিয়ে ফের একনাথ শিন্ডে(Eknath Shinde)-কেই বিধান পরিষদীয় দলনেতা ( Legislative Leader) হিসাবে ঘোষণা করলেন মহারাষ্ট্র বিধানসভার নব নির্বাচিত স্পিকার।
রবিবারই মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হিসাবে বেছে নেওয়া হয়েছে বিজেপি বিধায়ক রাহুল নারভেকরকে। দায়িত্ব গ্রহণের পরই তাঁর প্রথম কাজ ছিল একনাথ শিন্ডেকে ফের দলনেতা হিসাবে নির্বাচন করা। গতকাল রাতেই একনাথ শিন্ডেকে বিধান পরিষদে দলনেতা হিসাবে ঘোষণা করে একটি চিঠিও দেন। শিবসেনার নতুন মুখ্য হুইপ হিসাবে ঘোষণা করা হয়েছে শিন্ডে শিবিরেরই ভারত গোগাওয়ালের নাম। আগে এই পদে ছিলেন ঠাকরে শিবিরের বিধায়ক সুনীল প্রভু।
শিবসেনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পরই একনাথ শিন্ডেকে রাতারাতি এই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে এক সপ্তাহেই বদলে গিয়েছে সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট। পতন হয়েছে মহা বিকাশ আগাড়ি সরকারের। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেই। মুখ্যমন্ত্রী হতেই এবার ফেরত পেলেন পুরনো পদও।
কী কারণে পদ ফেরত পেলেন শিন্ডে?
স্পিকার রাহুল নারভেকরের চিঠিতে আইনি জটিলতার কথা উল্লেখ করেই শিবসেনা বিধায়ক অজয় চৌধুরিকে বিধান পরিষদের নেতা হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে। আগে এই পদে একনাথ শিন্ডে থাকায়, তাকেই পুনর্নিয়োগ করা হয়েছে। দলের হুইপ হিসাবে নিয়োগ করা হয়েছে ভারত গোগাওয়ালেকে।
যদিও শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের তরফে জানানো হয়েছে, তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হবেন।শিবসেনার মুখপাত্র তথা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত এ বিষয়ে বলেন, “এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অসাংবিধানিক। দলের প্রধানের অধিকার রয়েছে বিধান পরিষদের দলনেতাকে নির্বাচন করার। কীভাবে বলা হয় যে একনাথ শিন্ডে শিবসেনার দলনেতা? আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাব। বিজেপি ধীরে ধীরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে।”





