Building Collapse: মহারাষ্ট্রে ভেঙে পড়ল দোতলা বাড়ি, ভগ্নস্তূপে আটকে বেশ কয়েকটি পরিবার

Maharashtra: দোতলা বাড়ি ভেঙে পড়ায় বেশ কয়েক জন ভগ্নস্তূপে আটকে রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। এবং উদ্ধার কাজ শুরু করেছেন। 

Building Collapse: মহারাষ্ট্রে ভেঙে পড়ল দোতলা বাড়ি, ভগ্নস্তূপে আটকে বেশ কয়েকটি পরিবার
ভেঙে পড়া বাড়ি। ছবি-এএনআই।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 3:15 PM

ভিয়ান্ডি: মহারাষ্ট্রে ভিয়ান্ডি এলাকায় শনিবার দুপুরে ভেঙে পড়ল বাড়ি। দোতলা বাড়ি ভেঙে পড়ায় বেশ কয়েক জন ভগ্নস্তূপে আটকে রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। এবং উদ্ধার কাজ শুরু করেছেন।

  1. মহারাষ্ট্রের ভিয়ান্ডি এলাকায় ভেঙে পড়ল দোতলা বাড়ি। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে।
  2. ভেঙে পড়া বাড়ির ভিতরে ১৫ থেকে ২০ জন আটকে রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
  3. দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (National Disaster Response Force)-এর সদস্যরা। এসেছে দমকল বাহিনীও।
  4. ভিয়ান্ডির ভালপাড়া এলাকার ওই ভেঙে পড়া বাড়িতে উদ্ধার কাজ চলছে। বাড়ির ভগ্নস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
  5. আঞ্চলিক বিপর্যয় মোকাবিলার বাহিনীর অফিসার অবনীশ সবন্ত বলেছেন, “দুপুর পৌনে ২টো নাগাদ ওয়ার্ধামান কমপ্লেক্সের একটি দোতলা বাড়ি ভেঙে পড়েছে। ওই বাড়িতে চারটি পরিবার থাকত। বাড়ির নীচের তলায় শ্রমিকরা কাজ করছিলেন। পরিবারগুলি বাড়ির উপরের তলায় থাকত।”