Mallikarjur Kharge: রাহুলের ‘ন্যায় যাত্রা’ নিয়ে মমতাকে চিঠি খাড়্গের, কী লিখলেন কংগ্রেস সভাপতি?
Bharat Jodo Nyay Yatra: রাহুল গান্ধী ও তাঁর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র সুনিশ্চিত করতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকেই চিঠি দিয়ে আবেদন জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও কংগ্রেসের তরফে চিঠি দেওয়া হয়েছিল। যদিও তারপরেও বারবার বাধার সম্মুখীন হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা।
নয়া দিল্লি: রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ (Bharat Jodo Nyay Yatra) ইতিমধ্যে বাংলায় প্রবেশ করেছে। যদিও বিশেষ কারণে যাত্রার মাঝপথেই দিল্লি যেতে হয়েছে রাহুলকে। তবে আগামিকাল, রবিবার সকাল থেকে ফের যাত্রা শুরু করবেন তিনি। তাঁর যাত্রাপথে যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে সতর্ক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। তাই দলের তরফে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) চিঠি দিলেন তিনি। শনিবার কংগ্রেসের তরফে খবরটি নিশ্চিত করা হয়।
‘ইন্ডিয়া’ জোটের বাংলায় আসন রফা নিয়ে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেড়েছে। আবার রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বাংলায় করার বিষয়টি তাঁকে জানানো হয়নি বলেও অভিযোগ করেছেন মমতা। এই আবহে বাংলায় পুরোদমে ন্যায় যাত্রা শুরুর আগে তাঁকে চিঠি দিলেন কংগ্রেস নেতৃত্ব। মূলত, রাহুল গান্ধীর নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি।
চিঠিতে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মল্লিকার্জুন খাড়্গে। অসমে নানাভাবে রাহুলের যাত্রা বাধাপ্রাপ্ত হয়েছে। সেকথা উল্লেখ করে খাড়্গে চিঠিতে লিখেছেন, “প্রথম ভারত জোড়ো যাত্রা কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিভিন্ন রাজ্য অতিক্রম করে কাশ্মীরেও নির্বিঘ্নে যাত্রা করেছিল। কিন্তু, আপনার (বাংলা) প্রতিবেশী রাজ্যে (অসম) ভারত জোড়ো ন্যায় যাত্রা যে দুষ্কৃতীদের নিশানা হয়ে উঠেছিল সে বিষয়ে আপনি জানেন। এবার আগামী কয়েকদিন বাংলার উপর দিয়ে ন্যায় যাত্রা যাবে। কিছু দুষ্কৃতী আবার যাত্রাপথে সমস্যা তৈরি করতে পারে বলে আমাকে সচেতন করা হয়েছে। আমি নিশ্চিত নই যে, রাজ্য প্রশাসনকে খারাপ প্রতিপন্ন করতে নাকি যাত্রা বিঘ্নিত করতে সমস্যা সৃষ্টি করা হতে পারে।” তাই বাংলার উপর দিয়ে যাওয়ার সময় ভারত জোড়ো ন্যায় যাত্রা ও সেই যাত্রায় সামিল রাহুল গান্ধী-সহ সকল যাত্রীর নিরাপত্তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছেন খাড়্গে। এপ্রসঙ্গে গান্ধী পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আন্তরিক সম্পর্কের’ কথা চিঠিতে উল্লেখ করেছেন খাড়্গে। রাহুল গান্ধী ও তাঁর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ সম্পূর্ণ নিরাপত্তা পাবে বলেও আশাবাদী কংগ্রেস সভাপতি।
Congress President Mallikarjun Kharge writes to West Bengal CM Mamata Banerjee to issue directions to appropriate authorities to ensure safe passage to ‘Bharat Jodo Nyay Yatra’ passing through the state. pic.twitter.com/f1x3LeWg6W
— ANI (@ANI) January 27, 2024
প্রসঙ্গত, রাহুল গান্ধী ও তাঁর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-র সুনিশ্চিত করতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকেই চিঠি দিয়ে আবেদন জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও কংগ্রেসের তরফে চিঠি দেওয়া হয়েছিল। যদিও তারপরেও বারবার বাধার সম্মুখীন হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এমনকি কয়েকজন রাহুল গান্ধীর যাত্রাপথে দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনিও দেন। যা নিয়ে মেজাজও হারিয়েছিলেন রাহুল। পুরোটাই রাজনৈতিক চক্রান্ত বলে নাম না করে বিরোধীদের তোপ দাগে কংগ্রেস।