মলদ্বীপের রাজনীতিক হয়েও ভারতের বন্ধু, মারিয়া দিদি থাকবেন WITTতে
What India Thinks Today: মলদ্বীপের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মারিয়া ভারতপন্থী হিসাবে পরিচিত। মলদ্বীপে ভারতীয়দের অধিকার রক্ষার বিষয়েও সরব তিনি। সম্প্রতি মলদ্বীপের প্রশাসন ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে যে অবমাননাকর মন্তব্যে করেছিলেন, সে সময় তার তীব্র বিরোধিতা করেছিলেন মারিয়া। তিনি তাঁর দেশের প্রশাসনকে ভারতের কাছে ক্ষমা চাওয়ার উপদেশও দিয়েছিলেন।
নয়াদিল্লি: দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে ‘What India Thinks Today’ সম্মেলনের। আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত হবে এই সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও দেখা যাবে এই অনুষ্ঠানে। এই সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন মলদ্বীপের জনপ্রিয় রাজনীতিক মারিয়া আহমেদ দিদি। তিনি ভারতের প্রতিবেশী ওই দ্বীপরাষ্ট্রের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীও বটেন। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে শীর্ষক সম্মেলনে ‘Not an era of war: India as a global peace catalyst’ বিষয়ে আলোচনায় অংশ নেবেন মারিয়া দিদি।
মলদ্বীপের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মারিয়া ভারতপন্থী হিসাবে পরিচিত। মলদ্বীপে ভারতীয়দের অধিকার রক্ষার বিষয়েও সরব তিনি। সম্প্রতি মলদ্বীপের প্রশাসন ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে যে অবমাননাকর মন্তব্যে করেছিলেন, সে সময় তার তীব্র বিরোধিতা করেছিলেন মারিয়া। তিনি তাঁর দেশের প্রশাসনকে ভারতের কাছে ক্ষমা চাওয়ার উপদেশও দিয়েছিলেন।
এ ছাড়াও অতীতে মলদ্বীপের প্রতি ভারতের সমর্থনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন তিনি। ভারত-মলদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম সমর্থক তিনি। কোভিড অতিমারির সময় কোভিডের টিকা দিয়ে ভারত যে ভাবে মলদ্বীপের পাশে দাঁড়িয়েছিল তার জন্য ভারতের প্রশংসায় পঞ্চমুখ তিনি। ভারত এবং মলদ্বীপের মধ্যে সম্পর্কের চাপানউতরের মধ্যেই টিভি৯ নেটওয়ার্কের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মারিয়া দিদি।