Mamata-Pawar Meet : বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী কে? মমতা-পাওয়ার সাক্ষাতে দিল্লির রাজনৈতিক মহলে শুরু জল্পনা
Mamata-Pawar Meet : দিল্লিতে পৌঁছেই এদিন তৃণমূল সুপ্রিম তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনসিপি নেতার বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁরা দেশের বিভিন্ন বিষয় নিয়ে এদিন গুরুত্বপূর্ণ আলোচনা করেন বলেও জানিয়েছেন পাওয়ার।
নয়া দিল্লি : সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনের অ-বিজেপি শিবির থেকে প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল এনসিপি নেতা শরদ পাওয়ারের। তবে তিনি এদিন রাষ্ট্রপতি নির্বাচনের ঘোড় দৌড়ে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁর দলকে। এই আবহে আগামিকালই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনাক জন্য অ-বিজেপি রাজনৈতিক দলগুলির বৈঠক হওয়ার কথা। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন মমতা। দিল্লিতে গিয়েই এদিন তিনি এনসিপি নেতা শরদ পাওয়ার বাসভবনে যান। বুধবারের (১৮ জুন) বৈঠকের আগে এদিন তাঁরা দেশের বিভিন্ন ঘটনা নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে টুইট করে জানিয়েছেন পাওয়ার।
তিনি টুইটে তাঁদের সাক্ষাতের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আমার বাসভবনে এসে দেখা করেছেন। আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়েছে আমাদের মধ্যে।’ বিজেপি বিরোধিতার ভূমি শক্ত করার জন্যই আগামিকালের বৈঠকের আগেই আজ দুই নেতার সাক্ষাৎ বলে বিশ্লেষকদের অনুমান। প্রসঙ্গত, এর আগেও মুম্বইতে গত বছর মমতা-পাওয়ার সাক্ষাৎ হয়েছিল। এদিকে আজ বিকেলেই দিল্লিতে পৌঁছোন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পৌঁছে নিজের বাসভবনের উদ্দেশে রওনা না হয়েই তিনি শরদ পাওয়ার বাসভবনের দিকে যান। সেখানে বেশ কিছুক্ষণ আলোচনা করেন দুই নেতা-নেত্রী।
Ms. Mamata Banerjee called upon me at my residence in Delhi today. We had a detailed discussion on various issues related to our country.@MamataOfficial pic.twitter.com/ACv62oZtqq
— Sharad Pawar (@PawarSpeaks) June 14, 2022
এদিকে বৈঠকের আগেই দীর্ঘ জল্পনায় জল ঢেলে দিয়েছেন বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ার। জানা গিয়েছে, গতকাল সন্ধেবেলা এনসিপির একটি বৈঠকে তিনি জানিয়েছেন যে, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন না। তিনি বলেছেন, ‘আমি এই দৌড়ে নেই। রাষ্ট্রপতি পদের জন্য আমি বিরোধী প্রার্থী হব না।’ শরদ পাওয়ার অস্বীকার করলেও দিল্লির রাজনৈতিক মহল থেকে গুঞ্জন কিছুতেই সরছে না যে তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন। এই আবহে মমতা-পাওয়ার বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।