Murder Case: আত্মহত্যা করতে গিয়ে ‘ভুলবশত’ বন্ধুর ভাইকে খুন করে ফেললেন যুবক!

Crime News: বৃহস্পতিবার রাতে ভেঙে পড়েন রোহিত। নিজেকে দোষারোপ করতে শুরু করেন বোনকে খুঁজে না পাওয়ার জন্য। নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। এরপরই রান্নাঘর থেকে ছুরি নিয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করেন। সেই সময়ই  ঘরে ঢোকেন তাঁর বন্ধু মণীশ। বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা মারে রোহিত, দেওয়ালে মাথা ঠুকে যায় তাঁর। 

Murder Case: আত্মহত্যা করতে গিয়ে 'ভুলবশত' বন্ধুর ভাইকে খুন করে ফেললেন যুবক!
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jan 29, 2024 | 9:36 AM

নাগপুর: গ্রাস করেছিল অবসাদ। বেঁচে থাকার কোনও কারণ খুঁজে পাচ্ছিলেন না। সিদ্ধান্ত নিয়েছিলেন শেষ করে দেবেন জীবন। কিন্তু আত্মহত্যা করতে গিয়ে ঘটল বিপত্তি। ভুলবশত মেরে ফেললেন বন্ধুর ভাইকে! অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। রবিবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। রোহিত জ্ঞানেশ্বর খারওয়ে (২৭) নামক যুবক তাঁর বন্ধু মণীশ প্রমোদ খারওয়ের বাড়িতেই ভাড়া থাকতেন। মণীশের সঙ্গে তাঁর মা ও ভাই থাকতেন। অন্যদিকে রোহিত একাই থাকত। বিগত সাত বছর ধরে তাঁর বোন নিখোঁজ। এই ঘটনাকে কেন্দ্র করেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রোহিত ।

বৃহস্পতিবার রাতে ভেঙে পড়েন রোহিত। নিজেকে দোষারোপ করতে শুরু করেন বোনকে খুঁজে না পাওয়ার জন্য। নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। এরপরই রান্নাঘর থেকে ছুরি নিয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করেন। সেই সময়ই  ঘরে ঢোকেন তাঁর বন্ধু মণীশ। বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা মারে রোহিত, দেওয়ালে মাথা ঠুকে যায় তাঁর।

চিৎকার-চেঁচামেচির আওয়াজ শুনেই ছুটে আসে মণীশের ভাই শুভম। সে-ও রোহিতকে আত্মহত্যা করা থেকে আটকাতে যায়। ছুরি নিয়ে টানাটানির সময়ই আচমকা তা শুভমের পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গেই শুভমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, অতিরিক্ত রক্তপাতের কারণে মৃত্যু হয় শুভমের। পুলিশ অভিযুক্ত রোহিতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে এবং তাঁকে গ্রেফতার করেছে।