Crime News: প্রেমিকার ছেলেকে ফুটন্ত জলে ডুবিয়ে দিলেন ব্যক্তি, তারপর…

Maharashtra News: স্বামীর থেকে আলাদা থাকতেন মহিলা। এক ছোট্ট ছেলেও রয়েছে তাঁর। এদিকে বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই প্রেমিকই এবার তাঁর সন্তানকে ফুটন্ত জলের মধ্যে ফেলে দিলেন।

Crime News: প্রেমিকার ছেলেকে ফুটন্ত জলে ডুবিয়ে দিলেন ব্যক্তি, তারপর...
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 8:14 AM

পুনে: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মহিলা। সেই প্রেমের ফাঁদেই নিজের সন্তানকে হারাতে হল মহিলাকে। গরম জলে ডুবিয়ে মহিলার সন্তানকে খুন করল প্রেমিক। মহারাষ্ট্রের পুনের ঘটনা। প্রেমিকার ছেলেকে খুনের অভিযোগ ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে অভিযুক্তের নাম বিক্রম শরদ কোলেকার। খেদের বাসিন্দা তিনি। ওই মহিলা পুলিশের কাছে বিক্রমের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। তাঁর অভিযোগের ভিত্তিতেই বিক্রমকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ৬ এপ্রিল সকালে খেদে ওই মহিলার বাড়িতে যান বিক্রম শরদ কোলেকার। তাঁর দায়িত্বে ছেলেকে রেখে একটু বাইরে বেরিয়েছিলেন মহিলা। তাঁর ফিরে আসার আগেই ঘটে যায় মারাত্মক ঘটনা। ছোট্ট ছেলেকে তুলে ধরে ফুটন্ত জলের গামলায় ডুবিয়ে দেন। মহিলা বাড়ি ফিরে এসে দেখেন ততক্ষণে জ্বলে গিয়েছে তাঁর ছোট্ট ছেলের শরীর।

ছোট্ট ছেলের দেহের একাধিক অংশ পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ১৫ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়েছে খুদে। ১৫ দিন লড়াইয়ের পর হাসপাতালেই মৃত্যু হয় শিশুর। উল্লেখ্য, ছেলেকে নিয়ে স্বামীর থেকে আলাদা থাকেন ওই মহিলা। এর মধ্যেই বিক্রমের সঙ্গে একটি সম্পর্কে জড়িয়ে পড়েন। এদিকে বিক্রম সম্প্রতি তাঁকে বিয়ের প্রস্তাবও দেন। তবে সেই প্রস্তাবে রাজি হননি ওই মহিলা। পুলিশের দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি বিক্রম। তাই এরকম কাণ্ড ঘটিয়েছে। এদিকে পুলিশি সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ও তাঁর বোনের ক্ষতি করে দেওয়ার জন্যও শাসিয়েছে সে। আপাতত পুলিশি হেফাজতেই রয়েছে বিক্রম। এই খুনের পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে তার তা জানতে তদন্ত জারি রয়েছে।