Viral video: শাড়ি কেনা নিয়ে দুই মহিলার ‘ক্যাটফাইট’, থাপ্পড়-চুলোচুলি কিছুই বাদ নেই, দেখুন ভিডিয়ো
Bengaluru Saree viral video: চৈত্র সেলে শাড়ি কেনেন? এরপর দোকানে যাওয়ার আগে, দেখে নিন বেঙ্গালুরুর এই ভিডিয়ো।
বেঙ্গালুরু: ভারতে ‘এন্ড অব সিজন সেল’ বা মরসুম শেষে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার লোকের অভাব নেই। অনেকেই আছেন, যারা এই সময়ই উচ্চ হারে ছাড়েজিনিসপত্র কেনাকাটা করেন। আপনিও যদি সেই দলের সদস্য হন, তাহলে আপনার বেঙ্গালুরুর এক শাড়ির দোকানের এই ভিডিয়োটি দেখা উচিত। এই ভিডিয়ো দেখার পর, নিশ্চিতভাবে সেলের পণ্য কিনতে যাওয়ার আগে দু’বার ভাববেন। ভারতীয় মহিলাদের শাড়ির প্রীতি সর্বজনবিদিত। বেঙ্গালুরুর এক শাড়ির দোকানে ছাড়ে শাড়ি কিনতে গিয়ে তুমুল ঝামেলায় জড়ালেন দুই মহিলা। প্রায় রণক্ষেত্রের চেহারা নিল সেই শাড়ির দোকানটি। থাপ্পড় মারা, চুল টেনে ছিঁড়ে নেওয়া, শাড়ি দিয়ে পেটানো – কিছুই বাদ গেল না।
মহীশূর সিল্ক বা মাইসোর সিল্কের খ্যাতি জগৎ জোড়া। জানা গিয়েছে, সেই মহীশূর সিল্কের শাড়িতেই বড় অঙ্কের ছাড় দেওয়া হচ্ছিল ওই দোকানটিতে। ছাড় দেওয়া মূল্যে সেই বিখ্যাত সিল্ক শাড়ি কিনতে দোকানটিতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। চূড়ান্ত বিশৃঙ্খল পরিবেশেই শাড়ি নিয়ে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই মহিলা। কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ আর মুখে সীমাবদ্ধ থাকেনি। হাত চলা শুরু হয়। ওই দুই মহিলাকে দেখা যায় হাতে থাকা শাড়ি দিয়েই পরস্পরকে আঘাত করতে। তারপর চলে চড়-ঘুষি। শেষে এক মহিলাকে দেখা যায়, অপরজনের চুল এবং পোশাক ধরে টানাটানি করতে। দোকানে উপস্থিত অন্যান্য ব্যক্তিদের একাংশ সেই ঝামেলায় মনোযোগ না দিয়ে নিজেদের মতো কেনাকাটায় ব্যস্ত থাকতে। বাকিরা অবশ্য ওই দুই মহিলাকে ছাড়ানোর চেষ্টা করেন। ভিডিয়োর শেষাংশে এক পুলিশকর্মীকে দেখা যায়, তাদের শান্ত করার চেষ্টা করতে।
Mysore silk saree yearly sale @Malleshwaram .. two customers fighting over for a saree.??♀️RT pic.twitter.com/4io5fiYay0
— RVAIDYA2000 ?️ (@rvaidya2000) April 23, 2023
এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা আছে, “মল্লেশ্বরমে মহীশূর সিল্ক শাড়ির বার্ষিক সেলে দুই গ্রাহক একটি শাড়ির জন্য লড়াই করছে।” এই ভিডিয়োর প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য প্রতিক্রিয়া এসেছে। একজন লিখেছেন, যে দুই মহিলাকে মারামারি করতে দেখা যাচ্ছে তাঁরা পেশায় দর্জি বা শাড়ি ডিজাইনার হতে পারেন। সেলে সাশ্রয়ী দামে মহীশূর সিল্ক শাড়ি কিনে সামান্য অদলবদল করে বেশি দামে বিক্রি করে লাভ করার জন্যই তারা শাড়িগুলি কিনতে এতটা মরিয়া।