Murder Case: জাতের বিভেদে বিয়ে দিতে নারাজ পরিবার, প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে কুপিয়ে খুন করল যুবক

Bengaluru Murder: বিগত পাঁচ বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল। দীনকর একটি বেসরকারি অফিসে চাকরি করেন। সম্প্রতিই তাঁরা পরিবারের কাছে নিজেদের সম্পর্কের কথা জানানোর সিদ্ধান্ত নেন। কিন্তু বাড়িতে জানানোর পরই যুবতীর পরিবার বেঁকে বসে।

Murder Case: জাতের বিভেদে বিয়ে দিতে নারাজ পরিবার, প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে কুপিয়ে খুন করল যুবক
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 10:46 AM

বেঙ্গালুরু: জাতপাতের বিভেদ, তাই প্রেমের সম্পর্ক মানতে নারাজ পরিবারের সদস্যরা। বাড়িতে জানাজানির পর তীব্র অশান্তি, এরপরই প্রেমিককে জানিয়েছিলেন এই সম্পর্ক আর রাখা সম্ভব নয়। তবে সেই প্রত্যাখ্যান ভালভাবে নেয়নি যুবক। প্রতিশোধ নিতে দিনে দুপুরেই খোলা রাস্তায় প্রেমিকাকে কুপিয়ে খুন করল যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ২৫-র ওই তরুণীকে কমপক্ষে ১৫ বার কোপায় তাঁর প্রেমিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম দীনকর। নিহত যুবতীর নাম লীলা পবিত্র নীলামানি। বিগত পাঁচ বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল। দীনকর একটি বেসরকারি অফিসে চাকরি করেন। সম্প্রতিই তাঁরা পরিবারের কাছে নিজেদের সম্পর্কের কথা জানানোর সিদ্ধান্ত নেন। কিন্তু বাড়িতে জানানোর পরই যুবতীর পরিবার বেঁকে বসে। জাতের বিভেদ থাকায় তাঁরা দীনকরের সঙ্গে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করেন। লীলা পরিবারের সিদ্ধান্তের কথা জানাতেই নিজেদের মধ্যে বচসা শুরু হয়। এরপরই ২৮ বছরের ওই যুবক কুপিয়ে খুন করে।

বেঙ্গালুরুর ডিসিপি জানান, নিহত যুবতীর নাম লীলা পবিত্র নীলামণি। আদতে অন্ধ্র প্রদেশের কাঁকিনাড়ার বাসিন্দা হলেও, কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন। মঙ্গলবার অফিস থেকে বেরিয়েই প্রেমিক দীনকরেরস  সঙ্গে দেখা করেন লীলা। বিয়েতে পরিবারের আপত্তির কথা জানাতেই রাগে ফেটে পড়ে যুবক। যুবতীর অফিসের ঠিক  সামনেই তাঁকে কুপিয়ে খুন করে সে। পুলিশের তরফে জানানো হয়েছে, কমপক্ষে ১৫ বার কোপানো হয়েছে ওই যুবতীকে। পথচলতি সাধারণ মানুষ গোটা ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। ঘটনাস্থল ছেড়ে পালানোর আগেই দীনকরকে গ্রেফতার করে পুলিশ।