ভাঙা দাঁত দেখেই চিনেছিলেন, রিলসের দৌলতে ১৮ বছর পর মিলন হল ভাই-বোনের
Brother-Sister Reunion: পরিবারের সদস্যরা গোবিন্দের খোঁজ-খবর না পেয়ে, তাঁকে খুঁজে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ১৮ বছর পর রাজকুমারী ইন্সটাগ্রামে রিলস দেখতে গিয়ে চোখে পড়ে বাল গোবিন্দের ভিডিয়ো। দেখেন, ওই যুবকেরও তাঁর ভাইয়ের মতোই দাঁত ভাঙা।
লখনউ: মোবাইলে রিলস দেখছেন, হঠাৎ একটা ভিডিয়ো নজরে পড়ল। আর তাতেই শিরদাঁড়া দিয়ে বয়ে গেল হিমস্রোত। ভিডিয়োয় এটা কে? মুখটা খুব চেনা চেনা। ভাল করে দেখতেই চমকে গেলেন। খুঁজে পেলেন বহু বছর আগে হারিয়ে যাওয়া ভাইকে। ভাঙা দাঁতই চিনিয়ে দিল হারিয়ে যাওয়া ভাইকে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে। হারিয়ে যাওয়ার ১৮ বছর পর ভাইকে খুঁজে পেলেন ইন্সটাগ্রাম রিলস দেখে। রাজকুমারী নামক ওই মহিলা উত্তর প্রদেশের হাতিপুর গ্রামের বাসিন্দা। তাঁর ভাই বাল গোবিন্দ ১৮ বছর আগে গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে মুম্বই এসেছিলেন চাকরির খোঁজে। বাকিরা বাড়ি ফিরে গেলেও, বাল গোবিন্দ থেকে যান মুম্বইয়ে।
কিন্তু মুম্বইয়ে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়ায়, বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন বাল গোবিন্দ। তবে ভুলবশত কানপুরের বদলে জয়পুরের ট্রেনে উঠে পড়েন। জয়পুরে এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। তিনিই সেবা-শুশ্রষা করেন। সুস্থ হয়ে উঠলে বাাল গোবিন্দকে চাকরিও দেন। ওই যুবকও জয়পুরেই থেকে যান। সংসার পাতেন সেখানেরই এক যুবতীকে বিয়ে করে।
এদিকে, পরিবারের সদস্যরা গোবিন্দের খোঁজ-খবর না পেয়ে, তাঁকে খুঁজে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ১৮ বছর পর রাজকুমারী ইন্সটাগ্রামে রিলস দেখতে গিয়ে চোখে পড়ে বাল গোবিন্দের ভিডিয়ো। দেখেন, ওই যুবকেরও তাঁর ভাইয়ের মতোই দাঁত ভাঙা। এরপরই গোবিন্দের সঙ্গে যোগাযোগ করেন। কথা বলে বুঝতে পারেন, সত্যিই গোবিন্দ তাঁর হারিয়ে যাওয়া ভাই। গত ২০ জুন, হারিয়ে যাওয়ার ১৮ বছর পর দিদির অনুরোধে গ্রামে ফিরে আসেন গোবিন্দ।