Crime News: বাড়ির সামনে প্রস্রাবের প্রতিবাদ করতেই ‘দানব’ রূপ, গুলি করে শিশুকে খুন ব্যক্তির
Crime News: বাড়ির সামনে ব্যক্তির প্রস্রাবের প্রতিবাদ করেছিল পরিবার। তারপরই পিস্তল নিয়ে বাড়ি চড়াও অভিযুক্ত ব্যক্তি।
ভিন্দ: প্রস্রাব (Urinating) করা নিয়ে বিবাদ। তার জেরে মামলা গড়াল পুলিশ অবধি। পরিবর্তে বেঘোরে প্রাণ গেল এক শিশুর। বাড়ির সামনে এক ব্যক্তির লাগাতার প্রস্রাবের প্রতিবাদ করেছিল এক পরিবার। এমনকী পুলিশকেও এই বিষয়ে জানিয়েছিলেন তাঁরা। তারই মাশুল গুনতে হল নিজেদের ১২ বছর ছেলেকে হারিয়ে। পুলিশে অভিযোগের পরই মদ্যপ ব্যক্তি সঙ্গে আরও এক সহকারী নিয়ে ওই পরিবারের তিন সদস্যের উপরে গুলি চালায়। আর তাতেই মৃত্যু হয়েছে ছেলের। ইতিমধ্য়েই ওই মদ্যপ ব্য়ক্তি ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্য় প্রদেশের (Madhya Pradesh) ভিন্দ (Bhind ) জেলার ঘটনা।
ভিন্দ জেলার কট গ্রাম। সেখানেই পরিবার নিয়ে বসবাস করেন বিকাশ সিং। এই এলাকা নয়াগাঁও পুলিশ স্টেশনের অধীনে পড়ে। বিকাশ সিং অভিযোগ করেছেন, পিন্টু শর্মার নামে এক ব্যক্তি প্রায়সই তাঁদের বাড়ির সামনে এসে প্রস্রাব করে। তাকে বারবার বলার পরও কোনও সুরাহা মেলেনি। এদিকে মঙ্গলবার বিকেলেও নিয়মমাফিক বিকাশ বাবুর বাড়ির সামনে প্রস্রাব করে ব্যক্তি। সেই মুহূর্তেই তাকে বারণ করা হয়। তারপর সোজা পুলিশকে এই বিষয়ে জানান তাঁরা। বিকাশ সিংয়ের এই পদক্ষেপেই কিছুটা রেগে যায় পিন্টু। সেই সময় চলে গেলেও পরে আবার ফিরে আসে পিন্টু। তবে একা নয়। তখন সঙ্গে পিস্তল ও এক সহযোগী।
ভিন্দ জেলার পুলিশর সুপারিনটেনডেন্ট শৈলেন্দ্র সিং চৌহান বলেছেন, বিকাশ বাবুর বাড়িতে মঙ্গলবার বিকেলে ঢুকেই তিনজনকে লক্ষ্য করে গুলি চালায় পিন্টু। তিনজনেই গুরুতর জখম হন। প্রথমে তাঁদের ভিন্দ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে গোয়ালিয়রের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানে তাঁদের মধ্যে একজন ১২ বছর বয়সী এক ছেলে মারা যায়। এরপর বুধবারই পিন্টু ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে এই ঘটনায় ক্রুদ্ধ বিকাশ সিংয়ের পরিবারের বাকি সদস্যরা। তাঁরা অভিযোগ করেন, পিন্টু শর্মার বিরুদ্ধে লাগাতার অভিযোগ পাওয়ার পরও কোনও পদক্ষেপ করেনি নয়াগাঁও পুলিশ। তাঁরা নয়াগাঁও পুলিশ স্টেশন ইন-চার্জের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে ভিন্দ জেলা হাসপাতালের সামনের রাস্তাও অবরোধ করে। পরে স্থানীয় বিধায়ক সঞ্জীব সিং সঞ্জুর হস্তক্ষেপে রাস্তা অবরোধ ওঠে।