Madhya Pradesh: কিশোরীর অশ্লীল ছবি, ভিডিয়ো তুলে ব্ল্যাকমেইল, ১.২ লক্ষ টাকা হাতিয়ে পুলিশের জালে ব্যক্তি
Madhya Pradesh: কিশোরীর অশ্লীল ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করে প্রায় ১.২ লক্ষ টাকা নিয়েছে ব্যক্তি। আপাতত তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ইন্দোর: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব। বন্ধুত্বের খাতিরে তারপর হোটেলে দেখা। কিন্তু তাতেই ঘটে গেল বিপত্তি। দ্বাদশ শ্রেণিতে পঠনরত কিশোরীর অভিযোগ, হোটেলে নিয়ে গিয়ে তার কিছু অশালীন ছবি তুলেছে সোশ্যাল মাধ্যমে আলাপ হওয়া সেই ব্যক্তি। তারপর সেই ছবি দেখিয়েই শুরু ব্ল্যাকমেইল। এই উপায় কিশোরীর কাছ থেকে দফায় দফায় বেশ কিছু টাকা ও গয়নাও হাতিয়েছে ওই ব্যক্তি। মধ্য প্রদেশের ইন্দোরের ঘটনা। আর এই ঘটনা জানাজানি হতেই পুলিশে খবর দেওয়া হয় তরুণীর পরিবারের তরফে। তারপরই পুলিশের জালে ওই অভিযুক্ত ব্যক্তি।
বেশ কিছুদিন ধরেই বাড়ি থেকে টাকা ও গয়না নিখোঁজ হতে দেখা যাচ্ছিল। গত দু’ মাস ধরে এরকম ঘটছিল বাড়িতে। কিন্তু গত দু’মাসে কিশোরীর বাড়ির লোক নিজেদের মেয়ের বিরুদ্ধেই এত বড় ষড়যন্ত্রের আঁচ পাননি। গত সপ্তাহে কিশোরীর বাবা তার ফোনে একটি হুমকি মেসেজ দেখে ফেলেন। সেই মেসেজের বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রশ্ন এড়িয়ে যায় কিশোরী। পরে সে তার বোনকে জানায়, এক ব্যক্তির সঙ্গে তার সোশ্য়াল মিডিয়ায় পরিচয় হয়েছিল। সে তাকে একটি হোটেলে নিয়ে গিয়েছিল এবং তার কিছু অশ্লীল ভিডিয়ো ও ছবি তুলেছিল। তারপর সেই ছবি ও ভিডিয়ো ব্যবহার করেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। তার সেই বোন কিশোরীর বাবাকে পুরো ঘটনার বিষয়ে জানায়। কিশোরীর বাবা গিয়ে পুলিশে অভিযোগ জানান। তারপরই পুলিশের তরফে পদক্ষেপ করা হয়ে। আপাতত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা, ৩৮৫ ধারা ও ৫০৯ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অন্নপূর্ণা পুলিশ স্টেশনের ইনচার্জ গোপাল পারমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বলেছেন, ‘কিশোরী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাদের পরিচয় হয়। তাকে সেই ব্যক্তি ব্ল্যাকমেইল করছিল। তাই সে বাড়ি থেকে টাকা ও গয়না চুরি করছিল।’ তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত স্বীকার করেছে, সে কিশোরীর থেকে ১.২ লক্ষ টাকা নিয়েছে। আর কোনও কিশোরী বা মহিলার সঙ্গে এহেন আচরণ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পারমার।