পাহাড় থেকে হুড়মুড়িয়ে নেমে আসছে বড় বড় পাথর, বন্ধ হল মানালি-লেহ জাতীয় সড়কও

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল থেকেই পাহাড় থেকে মাঝেমধ্যেই পাথর গড়িয়ে পড়ছিল। বেলা বাড়তেই পাথর ধসের পরিমাণও বাড়তে থাকে। বন্ধ হয়ে যায় মানালি-লেহ যাওয়ার জাতীয় সড়ক।

পাহাড় থেকে হুড়মুড়িয়ে নেমে আসছে বড় বড় পাথর, বন্ধ হল মানালি-লেহ জাতীয় সড়কও
ধসে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 7:08 PM

মানালি: কিন্নরে এখনও শেষ হয়নি উদ্ধারকার্য, এরই মাঝে পাহাড় থেকে পাথর গড়িয়ে বন্ধ হল মানালি-লেহ জাতীয় সড়কও (Manali-Leh National Highway)। লাহুল স্পিতি (Lahaul-Spiti)-তে ফের ধসের (Landslide) জেরে রবিবার এই জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে বলে জানাল রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর।

বিগত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টির জেরে মাঝেমধ্যেই হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পাহাড়গুলিতে ধস নামছে। এ দিন সকালেও লাহুল স্পিতির কিলিং সারাইয়ের কাছে ধস নামে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয় স্পিতি উপত্যকার শিলা নুল্লাহ সেতু। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বর্ডার রোড ওর্গানাইজেশন (Border Road Organization)-র একটি দলকে পাঠানো হয়েছে রাস্তা পরিস্কার করতে। এ দিন বিকাল বা রাতের মধ্যেই রাস্তা পরিস্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল থেকেই পাহাড় থেকে মাঝেমধ্যেই পাথর গড়িয়ে পড়ছিল। বেলা বাড়তেই পাথর ধসের পরিমাণও বাড়তে থাকে। বন্ধ হয়ে যায় মানালি-লেহ যাওয়ার জাতীয় সড়ক। যদিও ধসের জেরে হতাহতের কোনও খবর মেলেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

গত ১১ অগস্টই কিন্নর জেলাতেও ভয়াবহ ধস নামে।  ধসের জেরে দুর্ঘটনায় পড়ে হিমাচল প্রদেশ ট্যুরিজ়মের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি। শনিবার অবধি মোট ২৩টি দেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। বাসের একটি টুকরো এখনও  জাতীয় সড়কের ৭০ মিটার নীচে আটকে রয়েছে। সেই বাসের কাছে পৌঁছতে পারলে আরও মৃতদেহ উদ্ধার হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইন্দো-টিবেটিয়ান জওয়ান, ভারতীয় সেনা , এনডিআরএফ ও রাজ্য পুলিশ যৌথভাবে উদ্ধারকার্য চালাচ্ছে। কিন্তু ক্রমাগত ভূমিধসের কারণেই বারংবার উদ্ধারকার্য ব্যহত হচ্ছে। শুক্রবারই জেলা প্রশাসনের তরফে ১৩ জন যাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়।

এ দিকে, ধস নেমে চেনাব নদীরও গতিপথ অবরুদ্ধ হয়েছিল শুক্রবার। কৃত্রিম জলাধার, যা তাল নামে পরিচিত, তা সৃষ্টি হওয়ায় বড় বিপদের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এ দিন জানা যায়, পাথর সরিয়ে দেওয়ায় অবরুদ্ধ গতিপথ আবার স্বাভাবিক হয়েছে। বড় কোনও বিপদের আশঙ্কা না থাকলেও নদীর আশেপাশের গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।   আরও পড়ুন: Jammu Kashmir: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন হিজবুল জঙ্গী বুরহানের বাবার