Covid Meeting: কোভিড হটস্পট চিহ্নিত করতে হবে, উচ্চ পর্যায়ের বৈঠকে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Covid Meeting: আচমকা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে গেলে যাতে পরিষেবা দেওয়া সম্ভব হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মাণ্ডব্য।

Covid Meeting: কোভিড হটস্পট চিহ্নিত করতে হবে, উচ্চ পর্যায়ের বৈঠকে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 9:01 PM

নয়া দিল্লি : আবার কি থাবা বসাবে করোনা? স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য দেখে তেমনই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার করোনা নিয়ে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। শুক্রবার নতুন আক্রান্তের সংখ্যা পার করেছে ৬ হাজার। আর এদিনই দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠকে বসেছিলেন মাণ্ডব্য। এদিনের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আক্রান্তের সংখ্যা বিবেচনা করে হটস্পট চিহ্নিত করতে হবে। সেই সব জায়গায় দ্রুততার সঙ্গে পরীক্ষা বাড়াতে হবে, হাসপাতালের পরিকাঠামোও বাড়াতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য ও কেন্দ্র উভয়পক্ষকেই যৌথভাবে কাজ করতে হবে। আগের মতোই টেস্ট-ট্র্যাক-ট্রিট পরীক্ষায় করোনা নির্মূল করার কথা বলেছেন। অর্থাৎ করোনা পরীক্ষা করে চিহ্নিত করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

শুধু আক্রান্তদের চিকিৎসাই নয়, প্রতিষেধক বা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করার কথাও বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। আচমকা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে গেলে যাতে পরিষেবা দেওয়া সম্ভব হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মাণ্ডব্য।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে, আগামী ৮ ও ৯ এপ্রিল জেলা প্রশাসনের সঙ্গে সংক্রমণ নিয়ে আলোচনা করা হয়। সব হাসপাতালে মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যুলিকে। আগামী ১০ ও ১১ এপ্রিল হবে সেই মক ড্রিল। ১১ এপ্রিল এরাজ্যেও হবে মক ড্রিল। রাজ্যের ৩১টি হাসপাতালে মক ড্রিল হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।