Vande Bharat Express: আরও ২ বন্দে ভারত এক্সপ্রেস, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi: শনিবার সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদী। পাশাপাশি চেন্নাই ও কোয়েম্বাটর বন্দে ভারত এক্সপ্রেসেরও সূচনা করবেন মোদী।

Vande Bharat Express: আরও ২ বন্দে ভারত এক্সপ্রেস, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বন্দে ভারত এক্সপ্রেস
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 7:57 AM

হায়দরাবাদ: আরও দুই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হবে আগামীকাল শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন ২টি বন্দে ভারত ট্রেনের। এই ২টি ট্রেন চালুর পর দেশে মোট বন্দে ভারতের সংখ্যা হবে ১৩। শনিবার সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদী। পাশাপাশি চেন্নাই ও কোয়েম্বাটর বন্দে ভারত এক্সপ্রেসেরও সূচনা করবেন মোদী। তেলঙ্গানা থেকে চলা এটি দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। এর আগে সেকেন্দ্রাবাদ ও বিশাখাপত্তনমের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে। তিন মাসের ব্যবধানে ফের বন্দে ভারত এক্সপ্রেস পেল হায়দরাবাদ। নতুন এই ট্রেনের জেরে ভক্তদের তিরুপতি যাওয়া আরও সহজ হবে।

এর পাশাপাশি চেন্নাই ও কোয়েম্বাটরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। শনিবার তার উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এ ছাড়াও তামিলনাড়ুর থিরুথুরাপুন্ডি ও অগস্তিয়ামপল্লির মধ্যে ডেমু ট্রেনের সূচনাও করবেন মোদী। এই জেরে এর আশপাশের জেলার মানুষ উপকৃত হবেন বলে দাবি ভারতীয় রেলের। এ ছাড়াও থিরুথুরাপুন্ডি ও অগস্তিয়ামপল্লির মধ্যে ৩৭ কিলোমিটার রেললাইনের গজ পরিবর্তনের উদ্বোধনও করবেন মোদী। এই প্রকল্পের কাজ শেষ করতে ২৯৪ কোটি টাকা খরচ হয়েছে। এর জেরে খাদ্য ও শিল্পে ব্যবহৃত লবন পরিবহন আরও সহজ হবে। এ ছাড়াও সেকেন্দ্রাবাদ ও মেহবুবনগরের মধ্যে রেললাইনের বৈদ্যুতিককরণ প্রকল্পেরও উদ্বোধন করবেন মোদী।

৮৫ কিলোমিটারের এই রাস্তার বৈদ্যুতিককরণের কাজে খরচ হবে প্রায় ১ হাজার ৪১০ কোটি টাকা। এর জেরে ওই এলাকায় ট্রেনের গতি আরও বাড়বে। এবং যাতায়াত আরও সহজ বলে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে রেলের তরফে।