Train Accident: জামতাড়ায় ট্রেনের ধাক্কায় মৃত একাধিক, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল
Accident: প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছিল, তাতে ঘটনাটি ঘটেছিল রাত প্রায় আটটা নাগাদ। ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে আচমকা আগুন লাগার গুজব ছড়িয়েছিল। সেই সময়ই ট্রেনটি জামতাড়া পেরিয়ে কার্মাটাঁড় পার হচ্ছিল। তখন ওই গুজবের মধ্যে হঠাৎ কিছু যাত্রী ট্রেন থেকে রেললাইনে নেমে পড়েন। ঠিক সেই সময়েই উল্টোদিক থেকে আসছিল ঝাঝা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। তাতেই দুর্ঘটনা ঘটে।
আসানসোল: মর্মান্তিক রেল দুর্ঘটনা ঝাড়খণ্ডে। অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পূর্ব রেলের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। সেই সময়ই ঝাঝা-আসানসোল মেমু প্যাসেঞ্জারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, জামতাড়া ও কার্মাটাঁড়ের মাঝে এই দুর্ঘটনা ঘটে। রেলপুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে খবর। অন্ধকারের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। তবে স্থানীয়রা দাবি করেছেন, ১২ জনের মৃতদেহ তাঁরা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছেন।
প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছিল, তাতে ঘটনাটি ঘটেছিল রাত প্রায় আটটা নাগাদ। ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে আচমকা আগুন লাগার গুজব ছড়িয়েছিল। সেই সময়ই ট্রেনটি জামতাড়া পেরিয়ে কার্মাটাঁড় পার হচ্ছিল। তখন ওই গুজবের মধ্যে হঠাৎ কিছু যাত্রী ট্রেন থেকে রেললাইনে নেমে পড়েন। ঠিক সেই সময়েই উল্টোদিক থেকে আসছিল ঝাঝা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। তাতেই দুর্ঘটনা ঘটে। যদিও পরে রেলের তরফে জানানো হয়, ২ যাত্রী রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার কোনও ঘটনাই ঘটেনি বলে জানিয়েছে রেল।
যে শাখায় দুর্ঘটনা ঘটেছে সেই লাইন দিয়ে আপাতত বৃহস্পতিবার সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। বা নির্দিষ্ট কিছু ট্রেন অন্য পথ দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রেল মন্ত্রক। আগুন আতঙ্ক কেন চলন্ত ট্রেনে তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে। কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
Pained by the mishap in Jamtara, Jharkhand. My thoughts are with all those who have lost their loved ones. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 28, 2024
#WATCH | Kolkata: Kausik Mitra, CPRO, Eastern Railway said, “…Two persons walking on the track were run over by the train at least 2 km away from train no. 12254 passing from Vidyasagar Kasitar… As of now, two deaths have been confirmed. The deceased are not passengers, they… pic.twitter.com/2TC8uJTfYb
— ANI (@ANI) February 28, 2024
জামতাড়ার এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। মৃতদের পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।