Ayodhya Ram Mandir: রামলালার দর্শন করতে শ’য়ে শ’য়ে মুসলিম পুণ্যার্থীদের ভিড়

Ayodhya Ram Mandir: মুসলিম পুণ্যার্থীদের হাতে ভগবান রামের চিত্রাঙ্কিত গেরুয়া ধ্বজা, মুখে 'জয় শ্রীরাম' ধ্বনি। গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় উদ্বোধন হয়েছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে ভোল পাল্টে গিয়েছে মন্দিরনগরী অযোধ্যার। আর এবার এক সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল অযোধ্যার রাম মন্দির।

Ayodhya Ram Mandir: রামলালার দর্শন করতে শ'য়ে শ'য়ে মুসলিম পুণ্যার্থীদের ভিড়
রামলালার দর্শন করতে ভিড় মুসলিম পুণ্যার্থীদের Image Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Feb 28, 2024 | 10:11 PM

অযোধ্যা: রামলালার দর্শন করতে অযোধ্যায় রাম মন্দিরে ভিড় শ’য়ে শ’য়ে মুসলিম পুণ্যার্থীদের। মঙ্গলবার মন্দিরনগরী অযোধ্যায় ধরা পড়ল এই দৃশ্য। দূর-দূরান্ত থেকে মুসলিম পুণ্যার্থীরা অযোধ্যায় এসে ভগবান রামের দর্শন করলেন। আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের নেতৃত্বে সদ্ভাব যাত্রায় এক সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ধরা পড়ল অযোধ্যায়। মুসলিম পুণ্যার্থীদের হাতে ভগবান রামের চিত্রাঙ্কিত গেরুয়া ধ্বজা, মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় উদ্বোধন হয়েছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে ভোল পাল্টে গিয়েছে মন্দিরনগরী অযোধ্যার। আর এবার এক সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল অযোধ্যার রাম মন্দির।

সংবাদ সংস্থা এএনআই-তে প্রকাশিত এক প্রতিবেদনে এক মুসলিম পুণ্যার্থী বলছেন, ‘আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। ভগবান রামের দর্শন করতে আসতে পেরে আমি নিজের ভাগ্যবান মনে করছি। রামলালার মন্দিরে আসতে পেরে আমার খুবই ভাল লাগছে।’

সংবাদ সংস্থায় প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, এর আগে জানুয়ারি মাসেই জাতীয়তাবাদী মুসলিম সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ বলেছিল, অযোধ্যায় রাম মন্দির স্থাপনের ঘটনার ৭৪ শতাংশ মুসলিমই খুশি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সবথেকে সফল প্রধানমন্ত্রী হিসেবেও মনে করেন তাঁরা। ওই সমীক্ষার রিপোর্ট তুলে ধরে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ বলেছিল, ভগবান রাম প্রত্যেক মানুষের মধ্যে রয়েছেন। তারা এও বলেছিল যে প্রধানমন্ত্রী মোদীর কথা শুধু ভারতই নয়, গোটা বিশ্বের মানুষ শোনেন এবং তা গ্রহণ করেন।

এসবের মধ্যেই এবার এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ধরা পড়ল অযোধ্যায়। গেরুয়া ধ্বজা হাতে রাম মন্দিরে দিয়ে রামলালার দর্শন করলেন শ’য়ে শ’য়ে মুসলিম পুণ্যার্থী।