MEIL: মঙ্গোলিয়ার তৈরি হতে চলেছে প্রথম তেল শোধনাগার, MEIL-কে সাহায্যের হাত দিল্লির
MEIL: প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল আমদানির উপর মঙ্গোলিয়ার নির্ভরতা কমাতে দীর্ঘদিন থেকেই নানা উদ্যোগের কথা শোনা যাচ্ছিল। অবশেষে দেশে প্রথম প্রথম গ্রিনফিল্ড তেল শোধনাগার তৈরি হতে চলেছে।
নয়া দিল্লি: জল্পনা চলছিলই। এরইমধ্যে মঙ্গোল শোধনাগার প্রকল্পের জন্য অনুমোদন পেয়ে গেল ভারতের বিখ্যাত ইনফ্রা সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারস লিমিটেড (MEIL)। MEIL-ই প্রথম মঙ্গোলিয়ায় তেল শোধনাগার তৈরি করতে চলেছে। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত সরকারও। নয়া এই প্রজেক্টের হাত ধরে ভারত-মঙ্গোলিয়া সম্পর্কের উন্নতি হবে বলে মনে করেছেন MEIL-এর মুখপাত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, “ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই ডাউনস্ট্রিম প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইড্রোকার্বন সেক্টরে MEIL-এর সম্প্রসারণ কৌশলে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসাবে চিহ্নিত করবে৷ উপরন্তু, প্রকল্পটি মঙ্গোলিয়ায় অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতেও সাহায্য করবে।”
প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল আমদানির উপর মঙ্গোলিয়ার নির্ভরতা কমাতে দীর্ঘদিন থেকেই নানা উদ্যোগের কথা শোনা যাচ্ছিল। অবশেষে দেশে প্রথম প্রথম গ্রিনফিল্ড তেল শোধনাগার তৈরি হতে চলেছে। সূত্রের খবর, শোধনাগারটি প্রতিদিন ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল শোধন করার লক্ষ্যমাত্রা নেওয়া হবে। এই প্রকল্পের বাস্তবায়ন হলে নিজ দেশে নানা ক্ষেত্রে জ্বালানির সমস্যা মেটাতে সক্ষম হবে মঙ্গোলিয়া। পেট্রল, ডিজেল, বিমানের জ্বালানী এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সহ দেশের অভ্যন্তরে নানা পেট্রোপণ্যের চাহিদা মেটাতে অনেকটাই স্বনির্ভর হবে মঙ্গোলিয়া।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে প্রতিষ্ঠা মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারস লিমিটেডের। পথচলা শুরুর পর থেকে অচিরেই দেশের শীর্ষস্থানীয় ইনফ্রা সংস্থাগুলির তালিকায় জায়গা করে নেয় এই সংস্থা। গত তিন দশকে প্রায় ২০টি দেশের কাজের ছাপ রেখেছে MEIL। তেল-গ্যাস থেকে প্রতিরক্ষা, পরিবহন থেকে সেচ, বিদ্যুৎ থেকে টেলিকম, নানা সেক্টরেই একাধিক যুগান্তকারী কাজ করেছে এই সংস্থা। এখন এবার তাদের যাত্রা মঙ্গোলিয়া। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন চর্চা।