Jodhpur: বাড়িতে ঝগড়া করে সরকারি হাসপাতালে গিয়েছিল কিশোরী, ভাবতেও পারেনি…

Jodhpur: রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল ওই নাবালিকার। এরপর, কাউকে কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত তার কোনও খোঁজ না পেয়ে, নাবালিকার পরিবার যোধপুরের সুরসাগর থানায় একটি নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করে।

Jodhpur: বাড়িতে ঝগড়া করে সরকারি হাসপাতালে গিয়েছিল কিশোরী, ভাবতেও পারেনি...
যোধপুর মহাত্মা গান্ধী হাসপাতালে আরও এক তিলোত্তমা...Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Aug 27, 2024 | 11:45 PM

জয়পুর: তিলোত্তমা কাণ্ড নিয়ে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে ফের এক সরকারি হাসপাতালে গণধর্ষণের শিকার হল এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৫ আগস্ট) রাতে, যোধপুরের মহাত্মা গান্ধী হাসপাতাল প্রাঙ্গণে। ওই রাতে ১৫ বছরের নাবালিকাটিকে ওই হাসপাতাল প্রাঙ্গণে একা একা ঘোরাফেরা করতে দেখে তার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছিল দুই ব্যক্তি। এরপর কোনও এক অছিলায় তারা তাকে হাসপাতালের বায়ো-মেডিকেল বর্জ্য বিভাগের পিছনে, একটি বিচ্ছিন্ন স্থানে নিয়ে যায় এবং সেখানেই ওই দু’জন এই জঘন্য অপরাধ করে বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। তারা জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন আগে ওই হাসপাতালে কাজ করত।

তদন্তে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল ওই নাবালিকার। এরপর, কাউকে কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত তার কোনও খোঁজ না পেয়ে, নাবালিকার পরিবার যোধপুরের সুরসাগর থানায় একটি নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করে। সেই সঙ্গে কেউ বা কারা তাকে প্রলুব্ধ করে অপহরণ করেছে বলে একটি এফআইআর-ও দায়ের করে।

সোমবার, হাসপাতাল প্রাঙ্গণে সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। তাকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে গণধর্ষণের বিষয়ে পুলিশের কাছে একটি বিবৃতি দেয়। পুলিশ তৎক্ষণাৎ ওই দুই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এবং পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা করে। নাবালিকা মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হয়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে ফরেনসিক দল। যোধপুর (পশ্চিম) পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার, নিশান্ত ভরদ্বাজ জানিয়েছেন গ্রেফতার দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতালের সুপারিনটেনডেন্ট ফতেহ সিং ভাটি জানিয়েছেন, অভিযুক্ত দুজনের কেউ বর্তমানে তাদের হাসপাতালে স্থায়ী বা চুক্তি ভিত্তিক কর্মী ছিলেন না। একজন আগে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন।

রাজস্থানের সরকারি তথ্য বলছে, গত বছরের তুলনায় এই বছর মরু রাজ্যে ধর্ষণ, গণধর্ষণ, বিশেষ করে নাবালিকাদের নির্যাতনের মতো অপরাধ অনেকটাই বেড়েছে। চলতি বছরের জুন পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে অপরাধ সামগ্রিকভাবে ১.৫২ শতাংশ কমলেও, ধর্ষণ বেড়েছে ৮.০৩ শতাংশ। আর মহিলাদের অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে ১০.২৮ শতাংশ। ঘটনাচক্রে, গত বছর ক্ষমতায় আসার সময় পূর্ববর্তী কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপি-র প্রধান আক্রমণের বিষয়ই ছিল মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)