Mumbai: রাস্তায় শিক্ষককে ছুরি দিয়ে কোপাল নাবালক ছাত্র, ভাইরাল ভিডিয়ো
Student stabbs ex-teacher: পড়াশোনা দিকে মনোযোগ দেওয়ার জন্য ছাত্রকে বকাবকি করেছিলেন শিক্ষক। তার জন্য বড় খেসারত দিতে হল তাঁকে। ওই নাবালক ছাত্রের হাতে ছুরিকাহত হলেন শিক্ষক।
মুম্বই: বর্তমান প্রজন্মের মধ্যে যেন হিংসা ক্রমশ বেড়ে চলেছে। আর সেই হিংসার আগুন থেকে রেহাই পাচ্ছে না শিক্ষকেরাও। এরকমই এক ঘটনার সাক্ষী হল মুম্বই (Mumbai)। পড়াশোনা দিকে মনোযোগ দেওয়ার জন্য ছাত্রকে বকাবকি করেছিলেন শিক্ষক। তার জন্য বড় খেসারত দিতে হল তাঁকে। ওই নাবালক ছাত্রের হাতে ছুরিকাহত হলেন শিক্ষক। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
পুলিশ জানায়, গুরুতর জখম ওই শিক্ষকের নাম রাজু ঠাকুর। প্রকাশ্য রাস্তায় তাঁকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে এক কিশোর ছাত্রের বিরুদ্ধে। গোটা ঘটনাটি রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটলেও প্রকাশ্যে এসেছে রবিবার।
ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রবি ঠাকুর রাস্তার উপর দাঁড়িয়ে কয়েকজন ছাত্রের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করে এক কিশোর ছাত্র তাঁর দিকে এগিয়ে আসে এবং ছুরি দিয়ে হামলা চালায়। ঠাকুর তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু, ওই নাবালক ছাত্র তাঁর পেটে ও পিঠে ক্রমাগত ছুরির কোপ বসাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ঠাকুর মাটিতে লুটিয়ে পড়ছেন, ততক্ষণ তাঁর উপর হামলা চালিয়ে যাচ্ছে ওই নাবালক। এরপর ঠাকুর মাটিতে লুটিয়ে সে ছুরি রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়।
তারপর পথচলতি লোকজন গুরুতর জখম ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা ছুরিটি বাজেয়াপ্ত করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রাজু ঠাকুর একটি কোচিং চালান। সেই কোচিংয়ের ছাত্র ছিল ওই কিশোর। তাকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য এবং ছাত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য কিছুদিন আগে বকাবকি করেছিলেন ঠাকুর। এমনকি এক ছাত্রীকেও ওই ছাত্রের সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিলেন। তারই বদলা নিতে ওই কিশোর তার প্রাক্তন শিক্ষকের উপর হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে অনুমান। যদিও অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে এখনও মামলা রুজু করেনি পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।