Haryana Violence: জ্বালিয়ে দেওয়া হল দোকান-রেস্তোরাঁ, ৪৮ ঘণ্টা পরও অগ্নিগর্ভ হরিয়ানা, গ্রেফতার কমপক্ষে ১১৬

Violence: সপ্তাহের শুরুতেই অশান্তির সৃষ্টি হয় দুই গোষ্ঠীর মধ্যে। সংঘর্ষে হোমগার্ড সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গুরুগ্রামের এসিপি বরুণ কুমার দহিয়া বলেন, "সংঘর্ষ ঘিরে একাধিক ভুয়ো তথ্য প্রচারিত হচ্ছে। দয়া করে এই সমস্ত তথ্যে বিশ্বাস করবেন না।"

Haryana Violence: জ্বালিয়ে দেওয়া হল দোকান-রেস্তোরাঁ, ৪৮ ঘণ্টা পরও অগ্নিগর্ভ হরিয়ানা, গ্রেফতার কমপক্ষে ১১৬
আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িতেও।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 10:51 AM

চণ্ডীগঢ়: হিংসায় অগ্নিগর্ভ হরিয়ানা (Haryana)। দুইদিন পরেও অশান্তির আঁচ রয়ে গিয়েছে হরিয়ানার নুহ (Nuh) জেলায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে এখনও অবধি পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। নুহ থেকে অশান্তির আঁচ ছড়িয়েছে গুরুগ্রামেও (Gurugram)। মঙ্গলবার বিকেলে সেক্টর ৭০-র একটি আবাসনের পাশের কয়েকটি দোকান ও ঝুপড়িতে আগুন (Arson) লাগিয়ে দেওয়া হয়। এদিকে, এই সংঘর্ষ-অশান্তি নিয়ে ভুয়ো খবরও ছড়িয়ে পড়েছে। গতকালই ভুয়ো খবর রটে যে সমস্ত অফিস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুগ্রাম পুলিশের তরফে এই তথ্য ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

সপ্তাহের শুরুতেই অশান্তির সৃষ্টি হয় দুই গোষ্ঠীর মধ্যে। সংঘর্ষে হোমগার্ড সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গুরুগ্রামের এসিপি বরুণ কুমার দহিয়া বলেন, “সংঘর্ষ ঘিরে একাধিক ভুয়ো তথ্য প্রচারিত হচ্ছে। দয়া করে এই সমস্ত তথ্যে বিশ্বাস করবেন না। ইন্টারনেট বন্ধ করা হয়নি। যান চলাচলেও কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কোনও সংঘর্ষের খবর পেলে ১১২-এই নম্বরে যোগাযোগ করুন।”

সোমবার থেকে অশান্তি ছড়ায় নুহ জেলায়। মঙ্গলবার নুহ থেকে ৫০ কিলোমিটার দূরে বাদশাহপুরেও অশান্তি শুরু হয়। লাঠি-পাথর নিয়ে প্রায় ২০০ জন চড়াও হয়, ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় একাধিক দোকানে। যদিও ওই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

প্রশাসনের তথ্য অনুযায়ী, হিংসার ঘটনায় এখনও অবধি ৪৪টি এফআইআর দায়ের করা হয়েছে। কমপক্ষে ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও রাজ্যবাসীকে শান্তি বজায়ের আর্জি জানিয়েছেন। কোনও ধরনের ভুয়ো খবরে বিশ্বাস না করার আবেদনও জানান তিনি।