Manipur Violence: ‘হিংসা রুখতে ব্যর্থ প্রশাসন’, মণিপুরে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানালেন দিল্লি মহিলা কমিশনের প্রধান

President Rule Demand: দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যে চিঠি লিখেছেন, তাতে উল্লেখ করেছেন যে যেভাবে দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষ ছড়িয়েছে, তাতে রাজ্যে শাসনের জন্য নিরপেক্ষ কোনও ব্যক্তির প্রয়োজন।

Manipur Violence: 'হিংসা রুখতে ব্যর্থ প্রশাসন', মণিপুরে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানালেন দিল্লি মহিলা কমিশনের প্রধান
মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি দিল্লি মহিলা কমিশনের প্রধানের।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 9:38 AM

নয়া দিল্লি: চার মাস হতে চলল, এখনও অশান্ত মণিপুর। হিংসার রেশ বজায় রয়েছে উত্তর-পূর্বের রাজ্যে। এবার মণিপুরে রাষ্ট্রপতির শাসনের দাবি জানালেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। সম্প্রতিই তিনি মণিপুরে গিয়েছিলেন পরিস্থিতি খতিয়ে দেখতে। এরপরই চলতি সপ্তাহে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি লেখেন এবং মণিপুরে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানান।

জানা গিয়েছে, দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যে চিঠি লিখেছেন, তাতে উল্লেখ করেছেন যে যেভাবে দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষ ছড়িয়েছে, তাতে রাজ্যে শাসনের জন্য নিরপেক্ষ কোনও ব্যক্তির প্রয়োজন। কারণ, রাজ্যবাসী সরকারের উপরে আস্থা হারিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মণিপুরের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের অশান্তি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। হিংসার পাশাপাশি যৌন নিগ্রহের ঘটনাও ঘটেছে। যথাযথ ত্রাণের ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে তিনি মণিপুরের হিংসার ঘটনার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের কোনও বিচারপতির অধীনে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানান।

মণিপুরে সম্প্রতিই দুই মহিলাকে যেভাবে বিবস্ত্র করে নিগ্রহ করা হয়, সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রাষ্ট্রপতির কাছে। মণিপুর হিংসার যাবতীয় মামলার শুনানি যাতে ফাস্ট ট্রাক কোর্টে হয়, তার আবেদনও জানান দিল্লির মহিলা কমিশনের প্রধান।

হিংসা-সংঘর্ষে যারা আহত হয়েছেন, তাদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও আর্জি জানান তিনি। পাশাপাশি মণিপুরে ইন্টারনেট ব্যান তুলে দেওয়ার আবেদন জানান।