Delhi Ordinance Bill: বিজেপির পাশে এবার বিজেডি-ও, বিনা বাধাতেই আজ পাশ হবে দিল্লি অধ্যাদেশ বিল?
Parliament Monsoon Session: বিরোধীরা একজোট হলেও, খুব একটা সুবিধা হবে না, কারণ দিল্লি অধ্যাদেশ বিলে সরকারকে সমর্থন জানাতে চলেছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেডি। সূত্রের খবর, অনাস্থা প্রস্তাবেও কেন্দ্রকেই সমর্থন জানাবে বিজেডি।
নয়া দিল্লি: হাজারো বিতর্কের মাঝে মঙ্গলবার সংসদে পেশ করা হয়েছে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল সরকার (সংশোধনী) বিল, ২০২৩। আজ, বুধবার লোকসভায় পাশ হতে পারে বিতর্কিত দিল্লি অধ্যাদেশ বিল (Delhi Ordinance Bill)। অন্যদিকে রাজ্যসভাতেও (Rajya Sabha) দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে চাপে পড়তে চলেছে আম আদমি পার্টি। কারণ অন্ধ্র প্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের পর ওড়িশার শাসক দল বিজু জনতা দলও (BJD) কেন্দ্রকেই সমর্থন করতে চলেছে।
মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় দিল্লি অধ্যাদেশ বিল পেশ করেন। এই বিল নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। আজ সেই বিল নিয়ে আলোচনা ও পাশ করানো হবে। প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে এসেছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি। তাদের অভিযোগ, এই বিল পাশ করিয়ে কেন্দ্র রাজ্য সরকারের ক্ষমতা নিজের হাতে রাখার চেষ্টা করছে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’-ও আম আদমি পার্টির পাশে দাঁড়িয়েছে। আজ বিরোধীরা একজোট হয়ে দিল্লি অধ্যাদেশ বিলের বিরুদ্ধে ভোট দেবেন।
বিরোধীরা একজোট হলেও, খুব একটা সুবিধা হবে না, কারণ দিল্লি অধ্যাদেশ বিলে সরকারকে সমর্থন জানাতে চলেছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেডি। সূত্রের খবর, অনাস্থা প্রস্তাবেও কেন্দ্রকেই সমর্থন জানাবে বিজেডি।
প্রসঙ্গত, রাজ্যসভায় মোট আসন সংখ্যা ২৪৫। তবে ৭টি আসন ফাঁকা থাকায়, ২৩৮টি আসন সংখ্যার হিসাব করা হয়। কোনও বিল পাশ করার জন্য কমপক্ষে ১২০টি ভোটের প্রয়োজন কেন্দ্রের। লোকসভায় পর্যাপ্ত সংখ্যা থাকলেও, রাজ্যসভায় বিজেপি শাসিত এনডিএ জোটের পর্যাপ্ত আসন সংখ্যা নেই। সেই কারণেই অন্যান্য দলের সমর্থনের প্রয়োজন।
রাজ্যসভায় বিজেডির ৯ জন সাংসদ রয়েছে। এর আগে, অন্ধ্র প্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসও এই বিলে কেন্দ্রকে সমর্থন জানানোর কথা জানিয়েছিল। ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভায় ৯ জন সদস্য ও লোকসভায় ২২ জন সাংসদ রয়েছে। এই দুই দলের সমর্থনে শাসক দলের কাছে ১২৭টি আসনে পৌঁছচ্ছে। সূত্রের খবর, তেলুগু দেশম পার্টি ও মায়াবতীর বিএসপি-ও এই বিলে সমর্থন জানাতে পারে। ফলে সংখ্যাগরিষ্ঠতার বেঞ্চমার্ক পার করে যাবে।