Oxford campus in India: ভারতের মাটিতে এবার অক্সফোর্ড, স্ট্যানফোর্ড, নয়া উদ্যোগ মোদী সরকারের
Oxford campus in India: নতুন ক্যাম্পাসের নীতি নির্ধারণ কীভাবে হবে, তা নিয়ে একটি খসড়া ইতিমধ্যেই তৈরি করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)।
নয়া দিল্লি: শিক্ষাক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নতুন দিশা দেখাতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস এবার তৈরি হবে ভারতেই। ইয়ালে, স্ট্যানফোর্ড ও অক্সফোর্ডের (Oxford) মতো বিশ্ববিদ্যালয়গুলিকে ক্যাম্পাস খোলার অনুমতি দিচ্ছে কেন্দ্র। নতুন ক্যাম্পাসের নীতি নির্ধারণ কীভাবে হবে, তা নিয়ে একটি খসড়া ইতিমধ্যেই তৈরি করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)। এই প্রথমবার ওই বিশ্ববিদ্যালয়গুলি ক্যাম্পাস খুলতে চলেছে ভারতে। খসড়ায় উল্লেখ করা হয়েছে, পড়ুয়াদের ভর্তি হওয়ার যোগ্যতা, ফি বা স্কলারশিপ, সবটাই ঠিক করবে এই লোকাল ক্যাম্পাস। শুধুমাত্র পড়ুয়া নয়, অধ্যাপক বা কর্মী নিয়োগের স্বাধীনতাও থাকবে স্থানীয় ক্যাম্পাসগুলির কর্তৃপক্ষের।
ভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা নতুন নয়। প্রতি বছর বহু পড়ুয়া স্কলারশিপ বা বৃত্তি নিয়ে পাড়ি দেন বিদেশের মাটিতে। আবার অনেকের পকেটে বিদেশ পড়তে যাওয়ার মতো যথেষ্ট টাকা থাকে না। সে কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই সব ক্যাম্পাস খুলে গেলে অন্যান্য দেশের পড়ুয়ারাও ভারতে আসবেন।
শিক্ষাবিদরা মনে করছেন, দেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখানোর সময় এসেছে। ভারতেরই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা সুন্দর পিচাই আজ গুগলের সিইও। তারপরও বেশ কিছু সংস্থা বিশ্বের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে। সে কারণেই এই উদ্যোগ দেশের জন্য প্রয়োজনীয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়, ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অংশিদারিত্বে কাজ করছে। সে ক্ষেত্রে পড়ুয়ারা ভারতে অর্ধেক কোর্স পড়ে বিদেশে মূল ক্যাম্পাসে গিয়ে বাকিটা শেষ করতে পারে। নতুন উদ্যোগ কার্যকর হলে ওই সব বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আর কোনও অংশিদারিত্বে কাজ করার প্রয়োজন পড়বে না।