Sadhu Beaten: ভিডিয়ো: নদীর পাড়ে ঘনিষ্ঠ ভাবে বসে যুগল, আপত্তি জানাতেই সাধুকে চপ্পল দিয়ে মার মহিলার

হোসাঙ্গাবাদে রয়েছে নর্মদা নদী। সেই নদীর পাড়েই বসেছিলেন ওই যুগল। সে সময়ই এক সাধু এসে তাঁদের কিছু বলেন। তার পরই সঙ্গীর সঙ্গে বসে থাকা মহিলা মারতে শুরু করেন সাধুকে।

Sadhu Beaten: ভিডিয়ো: নদীর পাড়ে ঘনিষ্ঠ ভাবে বসে যুগল, আপত্তি জানাতেই সাধুকে চপ্পল দিয়ে মার মহিলার
সাধুকে চপ্পল দিয়ে মার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 3:34 PM

হোসাঙ্গাবাদ: নদীর পাড়ে বসে নিজের সঙ্গীর সঙ্গে প্রেম করছিলেন এক মহিলা। ওই যুগল ঘনিষ্ট ভাবে বসেছিলেন বলে জানা গিয়েছে। সে সময় এক সাধু এসে আপত্তি জানায় বলে অভিযোগ। ওই সাধু যুগলকে কী বলেছিলেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি। কিন্তু তাঁদের ওই ভাবে বসে থাকা নিয়ে আপত্তি জানিয়েছিলেন বলে অভিযোগ। এর পরই ওই মহিলা চপ্পল দিয়ে সাধুকে মারধর করেন বলে অভিযোগ। নাগাড়ে সাধুকে মেরে যান ওই মহিলা। তাঁর সঙ্গী তাঁকে আটকানোর চেষ্টা করেও সফল হননি। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার জেরে বিতর্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মধ্য প্রদেশের হোসাঙ্গাবাদ এলাকায় ঘটেছে এই ঘটনা। হোসাঙ্গাবাদে রয়েছে নর্মদা নদী। সেই নদীর পাড়েই বসেছিলেন ওই যুগল। সে সময়ই এক সাধু এসে তাঁদের কিছু বলেন। তার পরই সঙ্গীর সঙ্গে বসে থাকা মহিলা মারতে শুরু করেন সাধুকে। চপ্পল দিয়ে তিনি মারছিলেন যদি সাধু কী বলেছিলেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। তিনি ওই মহিলাকে মারতে উদ্যত করেছিলেন কি না তাও স্পষ্ট নয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই মহিলাকে আটকানোর চেষ্টা করেছেন। কিন্তু পারছেন না। সাধুকেও দেখা গেল মহিলার উদ্দেশে কিছু বলতে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।

তবে সাধুকে মারধরের ঘটনা এই প্রথম নয় মধ্য প্রদেশে। গত বছর মে মাসে খান্ডয়াতে এক সাধুকে মারধরের অভিযোগ উঠেছিল এক রেস্তোরাঁ মালিকের ছেলের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল, সাধুকে মুখে অশ্রাব্য ভাষা গালিগালাজ করছেন ওই ব্যক্তি এবং বাজারের মধ্যেই টানতে টানতে নিয়ে যাচ্ছেন। একটি সেলুনে নিয়ে গিয়ে ওই সাধুর চুল কেটে দেওয়ার অভিযোগও উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে।