এবার রিপাবলিক মিডিয়ার সিএফওকে তলব রায়গড় পুলিশের
TV9 বাংলা ডিজিটাল: অর্ণব গোস্বামী (Arnab Goswami)-এর পর এবার রিপাবলিক মিডিয়া (Republic Media)-র অপর এক কর্তাকে সমন পাঠাল মুম্বইয়ের রায়গড় পুলিস (Raigad Police)। অনভয় নায়ক (Anvay Naik) ও তাঁর মায়ের আত্মহত্যার ঘটনায় রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের চিফ ফিনান্সিয়াল অফিসারস (CFO) এস সুন্দরমকে তলব করল পুলিস। তাঁকে থানায় গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। আপাতত অন্তবর্তী জামিনে জেলের […]
TV9 বাংলা ডিজিটাল: অর্ণব গোস্বামী (Arnab Goswami)-এর পর এবার রিপাবলিক মিডিয়া (Republic Media)-র অপর এক কর্তাকে সমন পাঠাল মুম্বইয়ের রায়গড় পুলিস (Raigad Police)। অনভয় নায়ক (Anvay Naik) ও তাঁর মায়ের আত্মহত্যার ঘটনায় রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের চিফ ফিনান্সিয়াল অফিসারস (CFO) এস সুন্দরমকে তলব করল পুলিস। তাঁকে থানায় গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। আপাতত অন্তবর্তী জামিনে জেলের বাইরে রয়েছেন রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামী। জামিন পেয়েছেন অনভয়-আত্মহত্যা মামলায় অভিযুক্ত বাকি দু’জনও।
২০১৮ সালে আলিবাগের ফার্ম হাউস থেকে উদ্ধার হয়েছিল ইনটেরিয়র ডিজাইনার অনভয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের মৃতদেহ। ঘটনার তদন্তে নেমে একটি সুইসাইড নোট হাতে আসে রায়গড় পুলিসের। অনভয় তাঁদের আত্মহত্যার জন্য রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী-সহ আরও দু’জনকে কাঠগড়ায় তোলেন।
সুইসাইড নোটে লেখা হয়, অর্ণবের অফিস সাজানোর দায়িত্বে ছিলেন অনভয়। কাজ ঠিকঠাক শেষ হলেও অর্ণবের কাছে ৮৩ লক্ষ টাকা বাকি পড়ে রয়েছে তাঁর। কিছুতেই সে টাকা রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ ফেরত দিচ্ছেন না। অভিযোগ, আর্থিক দুরবস্থার কারণেই অনভয় ও তাঁর মা আত্মহত্যা করতে বাধ্য হন।
সম্প্রতি অনভয়ের পরিবারের তরফে নতুন করে এই মামলার তদন্তের দাবি ওঠে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে। ১৪ দিনের জেল হেফাজতও হয় তাঁর। বম্বে হাই কোর্ট (Bombay High Court) অর্ণবের জামিনের আবেদন নাকচ করে দিলে সুপ্রিম কোর্টে (Supreme court) যান। প্রায় এক সপ্তাহ জেলে থাকার পর জামিন পান তিনি। একইসঙ্গে তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেয় দেশের সর্বোচ্চ আদালত।
এরইমধ্যে এস সুন্দরমের সঙ্গে কথা বলতে চেয়ে সমন পাঠিয়েছে রায়গড় পুলিশ (Raigad police)। সূত্রের খবর, ক্রাইম ব্রাঞ্চের জেরার মুখে অর্ণব জানিয়েছিলেন সংস্থার যে কোনওরকম টাকাপয়সা প্রদানের বিষয়টি দেখার দায়িত্ব চিফ ফিনান্সিয়াল অফিসারের। তাই সুন্দরমকে সমন বলে জানিয়েছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে আগামিদিনে আরও কয়েকজনকে তলব করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, চার্জশিট পেশ করার আগে তদন্তে কোনওরকম ফাঁক রাখা হবে না।