Studio Demolish: ‘রাম সেতু’র শুটিং হয়েছিল, মুম্বইয়ের ‘অবৈধ’ স্টুডিয়ো ভেঙে দিল বিএমসি
Mumbai: কোস্টালস রেগুলেশন জোন (সিজেডআর) আইন ভেঙে এই স্টুডিয়ো তৈরি হয়েছিল বলে অভিযোগ। কংগ্রেস নেতা আসলাম শেখের বিরুদ্ধেই অভিযোগ করেছিল বিজেপি।
মুম্বই: মুম্বইয়ের মাধ এলাকার একটি সিনেমা স্টুডিয়ো ভেঙে গুঁড়িয়ে দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। শুক্রবার সেই অবৈধ স্টুডিয়ো ভেঙে দেওয়া হয়েছে। প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস নেতা আসলাম শেখ ছিলেন ওই ফিল্ম স্টুডিয়োর মালিক। ২০২২ সালের পরিবেশ মন্ত্রক ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে আসে ওই স্টুডিয়ো। মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রক ২০২২ সালের অগস্ট মাসে মুম্বই পুরনিগম এবং মুম্বইয়ের কালেক্টারের কাছে মাধ এলাকার এই স্টুডিয়োর বিষয়ে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেয়। এর পর ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল না ভেঙে ফেলার নির্দেশ দেয়। এর পরই এ নিয়ে পদক্ষেপ করল বিএমসি।
কোস্টালস রেগুলেশন জোন (সিজেডআর) আইন ভেঙে এই স্টুডিয়ো তৈরি হয়েছিল বলে অভিযোগ। কংগ্রেস নেতা আসলাম শেখের বিরুদ্ধেই অভিযোগ করেছিল বিজেপি। মহারাষ্ট্রের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা কিরীট সোমাইয়া মহাবিকাশ আগাড়ি সরকারকে এই অবৈধ নির্মাণের জন্য দায়ি করে। ওই সরকারের আমলেই এই স্টুডিয়ো অবৈধ ভাবে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। সোমাইয়া অভিযোগ করেছিলেন, “আদিত্য ঠাকরে নিজে এসেছিলেন এই স্টুডিয়োয়। তাঁর আশীর্বাদেই এই স্টুডিয়ো তৈরি হয়।” ওই বিজেপি নেতার আরও অভিযোগ, বিএমসি-র কমিশনার গোটা বিষয়টি জানলেও চুপ ছিলেন। এ ব্যাপারে সোমাইয়া বলেছেন, “বিএমসি কমিশনার ইকবাল চাহাল এই অবৈধ নির্মাণের ব্যাপারে জানতেন। কিন্তু কোনও ব্যবস্থা নেননি। আমরা আদালতে যায়। তখন আদালত বিএমসি-কে প্রশ্ন করে কী করে এই অবৈধ নির্মাণের অনুমতি দেওয়া হল। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে এ নিয়ে তদন্তের নির্দেশও দেয়।”
BMC on Friday demolished a movie studio built by former minister Congress leader Aslam Shaikh in Madh Aslam Shaikh came under the scanner of ED & Environment Ministry in July 2022 for illegally operating film studios on Madh Island ? Cont’d pic.twitter.com/CkU7aXkMPo
— INR ? (@BN0Moo) April 7, 2023
ওই বিজেপি নেতার অভিযোগ, ১০০০ কোটি টাকার ব্যবসা মাধ এলাকায় তৈরি ৪৯ স্টুডিয়ো থেকে। সেখানকার মাসিক ভাড়া ২ কোটি টাকা। বড় বাজেটের অনেক ছবির শুটিং এখানে হয়েছে। ‘রাম সেতু’, ‘আদিপুরুষ’-এর মতো ছবির শুটিং এই স্টুডিয়োয় হয়েছে বলে জানা গিয়েছে।