University Admit Card: ‘মোদী’ আর ‘ধোনি’ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র! হতবাক খোদ কর্তৃপক্ষও

University Admit Card: বিহারের একটি কলেজের অ্যাডমিট কার্ডে বাবা-মায়ের নাম হিসেবে ছিল ইমরান হাসমি আর সানি লিওনের নাম। এবার ফের অ্যাডমিট কার্ড ঘিরে বিভ্রান্তি।

University Admit Card: 'মোদী' আর 'ধোনি' একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র! হতবাক খোদ কর্তৃপক্ষও
বিহারের বিশ্ববিদ্যালয়ের ঘটনা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2022 | 1:56 PM

পাটনা : পরীক্ষা আসন্ন। নিয়ম মেনে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন পরীক্ষার্থীরা। কিন্তু সেই কার্ড দেখে চমকে গেল খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারও অ্যাডমিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, আর কারও অ্যাডমিটে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ছবি। না, তাঁরা কেউই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন! তবে কী ভাবে অ্যাডমিটে এল তাঁদের ছবি?

বিহারের ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের অধীন তিনটি কলেজে পড়ুয়াদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। শুধু মোদী বা ধোনিই নয়, ছবি রয়েছে বিহারের রাজ্যপাল ফাগু চৌহানেরও। স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে ওই সব ছবি দেখা গিয়েছে। মধুবনী, সমস্তিপুর ও বেগুসরাইয়ের কলেজে এই ঘটনা ঘটেছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুস্তাক আহমেদ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রথম এই গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসে। যে সব পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে ভুল ছবি দেখা গিয়েছে, তাঁদেক তলব করা হয়েছে। প্রয়োজনে এফআইআর করে তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি জানান, অনলাইনে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কথা ছিল পড়ুয়াদের। অনলাইনেই তাঁদের ছবি আপলোড করতে বলা হয়েছিল। প্রত্যেকের জন্য আলাদা আলাদা লগ ইন আইডিও দেওয়া হয়েছিল। তখনই কেউ কেউ এই কাজ করেছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার আরও জানিয়েছেন, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই যাঁরা এই কাজ করেছেন, তাঁদের চিহ্নিত করতে পারলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

তবে বিহারে এই ঘটনা নতুন নয়। বছর দুয়েক আগে বিহারের মুজাফফরনগর এই অ্যাডমিট কার্ডের কারণেই শিরোনামে এসেছিল। বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একটি কলেজের ছাত্রের অ্যাডমিট কার্ডে দেখা গিয়েছিল, বাবা হিসেবে নাম ছিল ইমরান হাসমির আর মা হিসেবে নাম ছিল সানি লিওনের। শুধু তাই নয়, ঠিকানা হিসেবে উল্লেখ ছিল যৌনপল্লীর। সেই অ্যাডমিট কার্ড নিয়েও ব্যাপক চর্চা হয়েছিল।