Narendra Modi Cabinet: শান্তনু এবারও জাহাজ-ডেপুটি, মোদীর মন্ত্রিসভায় জোড়া দায়িত্ব সুকান্তর
Shantanu Thakur: বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে এবার শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ডেপুটি হিসেবে কাজ করবেন সুকান্ত। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। সেক্ষেত্রে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ডেপুটি হিসেবে দায়িত্ব থাকবে তাঁর উপর।
নয়া দিল্লি: মোদীর নতুন মন্ত্রিসভায় বাংলার ভাগ্যে জুটল জোড়া প্রতিমন্ত্রী। মতুয়া সম্প্রদায়ের মুখ শান্তনু ঠাকুরকে এবারও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী করা হয়েছে। সর্বানন্দ সোনোয়ালের ডেপুটি হিসেবে জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেন শান্তনু। আর বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে এবার শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ডেপুটি হিসেবে কাজ করবেন সুকান্ত। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। সেক্ষেত্রে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ডেপুটি হিসেবে দায়িত্ব থাকবে তাঁর উপর।
উল্লেখ্য, এর আগে বাংলা থেকে তিনজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। তবে এবারের ভোটে সুভাষ সরকার ও নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছেন। এবারের নতুন মন্ত্রিসভায় বাংলা থেকে দু’জনকে দায়িত্বে আনা হয়েছে। শান্তনু ঠাকুরকে আবারও জাহাজ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, মোদীর মন্ত্রিসভায় একেবারে নতুন মুখ হিসেবে উঠে এসেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
প্রথমবার দায়িত্বে এসেই জোড়া মন্ত্রকের ডেপুটি হিসেবে কাজ করবেন বালুরঘাটের সাংসদ। সুভাষ সরকার এতদিন যে শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন, সেই জায়গায় এবার দায়িত্ব সামলাবেন সুকান্ত। একইসঙ্গে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকেরও ডেপুটি হিসেবে মোদীর মন্ত্রিসভায় কাজ করবেন বঙ্গ বিজেপির সভাপতি।