Modi Cabinet: মোদী ক্যাবিনেটে অপরিবর্তিত ‘কোর-গ্রুপ’, কে কোন মন্ত্রকের দায়িত্বে?

Narendra Modi Cabinet: মোদীর মন্ত্রিসভায় প্রধান চার মন্ত্রককে কোনও পরিবর্তন আসছে না। অমিত শাহ এবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিং ফের একবার পেলেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। অর্থমন্ত্রক থাকছে নির্মলা সীতরমনের হাতেই। মোদীর নতুন মন্ত্রিসভায় এবারও বিদেশমন্ত্রী এস জয়শংকরই। অশ্বিনী বৈষ্ণবকে ফের একবার রেলমন্ত্রী হলেন মোদীর মন্ত্রিসভায়।

Modi Cabinet: মোদী ক্যাবিনেটে অপরিবর্তিত 'কোর-গ্রুপ', কে কোন মন্ত্রকের দায়িত্বে?
মোদী মন্ত্রিসভাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2024 | 9:41 PM

নয়া দিল্লি: মোদী মন্ত্রিসভার তৃতীয় টার্মে কে কোন মন্ত্রক পাবে, সোমবার সকাল থেকেই সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বিকেলে নতুন মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মন্ত্রিসভায় প্রধান চার মন্ত্রককে কোনও পরিবর্তন আসছে না। অমিত শাহ এবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিং ফের একবার পেলেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। অর্থমন্ত্রক থাকছে নির্মলা সীতরমনের হাতেই। মোদীর নতুন মন্ত্রিসভায় এবারও বিদেশমন্ত্রী এস জয়শংকরই। অশ্বিনী বৈষ্ণবকে ফের একবার রেলমন্ত্রী হলেন মোদীর মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা মন্ত্রকের দায়িত্ব সামলাবেন।

বাংলা থেকে দুই সাংসদকে মন্ত্রিসভায় রাখা হয়েছে। শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার। শান্তনু ঠাকুরকে করা হয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং সুকান্ত মজুমদারকে করা হয়েছে শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। একনজরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে এলেন। নিতিন গডকরিকে এবারও করা হয়েছে সড়ক পরিবহণ মন্ত্রী। অতীতে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকা জে পি নাড্ডাকে এবারও স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে। এর আগে মোদীর টার্মে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। শিবরাজ সিং চৌহানকে করা হয়েছে কৃষিমন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রী। মনোহর লালকে দেওয়া হয়েছে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব।

বাণিজ্য বিষয়ক মন্ত্রী হিসেবে এবারও দায়িত্ব পেয়েছেন পীয়ূষ গোয়েল। ধর্মেন্দ্র প্রধানকে এবারও দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব। ধর্মেন্দ্রর ডেপুটি হিসেবে নতুন মন্ত্রিসভায় কাজ করবেন সুকান্ত মজুমদার। টেক্সটাইল মন্ত্রকের দায়িত্বে থাকছেন গিরিরাজ সিং। প্রহ্লাদ যোশীকে এবার দেওয়া হয়েছে উপভোক্তা, গণবণ্টন মন্ত্রক এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব। মোদীর নতুন মন্ত্রিসভায় মোট ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী থাকছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকছেন পাঁচ জন এবং প্রতিমন্ত্রী থাকছেন ৩৬ জন।

৩০ জন ক্যাবিনেট মন্ত্রীর কে কোন দায়িত্বে- 

  • রাজনাথ সিং- প্রতিরক্ষা মন্ত্রী।
  • অমিত শাহ- স্বরাষ্ট্র মন্ত্রী এবং সমবায় মন্ত্রী।
  • নিতিন গড়করি- সড়ক পরিবহন মন্ত্রী।
  • জেপি নাড্ডা- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক ও সার মন্ত্রী।
  • শিবরাজ সিং চৌহান- কৃষি মন্ত্রী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী।
  • নির্মলা সীতারমন- অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী।
  • এস জয়শঙ্কর- বিদেশমন্ত্রী।
  • মনোহর লাল- আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী
  • এইচ ডি কুমারস্বামী- ভারী শিল্প মন্ত্রী এবং ইস্পাত মন্ত্রী।
  • পীযূষ গোয়েল- বাণিজ্য ও শিল্পমন্ত্রী।
  • ধর্মেন্দ্র প্রধান- শিক্ষামন্ত্রী।
  • জিতন রাম মাঝি- ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প মন্ত্রী।
  • রাজীব রঞ্জন সিং- পঞ্চায়েত মন্ত্রী এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধমন্ত্রী।
  • সর্বানন্দ সোনোয়াল- জাহাজমন্ত্রী।
  • বীরেন্দ্র কুমার-সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী।
  • কিঞ্জরাপু রামমোহন নাইডু- বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী।
  • প্রহ্লাদ জোশী- উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী এবং পুনর্নবীকরণ শক্তি মন্ত্রী।
  • জুয়াল ওরাম- আদিবাসী বিষয়ক মন্ত্রী।
  • গিরিরাজ সিং- টেক্সটাইল মন্ত্রী।
  • অশ্বিনী বৈষ্ণব-রেলমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী।
  • জ্যোতিরাদিত্য সিন্ধিয়া- কমিউনিকেশন মন্ত্রী এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী।
  • ভূপেন্দ্র যাদব- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।
  • গজেন্দ্র সিং শেখাওয়াত- সংস্কৃতি মন্ত্রী ও পর্যটন মন্ত্রী।
  • অন্নপূর্ণা দেবী- নারী ও শিশুকল্যাণ মন্ত্রী।
  • কিরেন রিজিজু- সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী।
  • হরদীপ সিং পুরী- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী।
  • মনসুখ মান্ডব্য- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রী।
  • জি কিষাণ রেড্ডি- কয়লা ও খনি মন্ত্রী।
  • চিরাগ পাসওয়ান- খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী।
  • সি আর পাটিল- জলশক্তি মন্ত্রী।