Odisha: ২৪ বছর ধরে নবীনের ‘ওয়ার্ক ফ্রম হোম’, নয়া মুখ্যমন্ত্রী থাকবেন কোথায়?
Odisha CM residence: ওড়িশায় নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। মঙ্গলবারই (১১ জুন), বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। তবে, খোঁজ শুধু পরবর্তী মুখ্যমন্ত্রীর জন্য চলথে না, চলছে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেরও। ২৪ বছর ধরে ওয়ার্ক ফ্রম হোম করে প্রশাসনকে বিপদে ফেলে দিয়েছেন নবীন পট্টনায়ক।
ভুবনেশ্বর: ওড়িশায় নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। মঙ্গলবারই (১১ জুন), বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। দৌড়ে বেশ কয়েকটি নাম রয়েছে। নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদবকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছে বিজেপি। তবে, খোঁজ শুধু পরবর্তী মুখ্যমন্ত্রীর জন্য চলছে না, চলছে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেরও। সদ্য সমাপ্ত ওড়িশার বিধানসভা নির্বাচনে, শেষ হয়েছে নবীন পট্টনায়কের ২৪ বছরের শাসন। তাতে সমস্যায় পড়ে গিয়েছে ওড়িশা প্রশাসন। নতুন মুখ্যমন্ত্রী যেই হোন, তিনি থাকবেন কোথায়? আসলে, ২০০০ সালে প্রথমবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর থেকে, গত ২৪ বছর ধরে পৈতৃক বাড়ি থেকেই মুখ্যমন্ত্রীর কাজ চালাতেন নবীন পট্টনায়ক। ‘নবীন নিবাস’ থেকেই চলত সমস্ত দাপ্তরিক ও প্রশাসনিক কাজকর্ম। তাই ওড়িশার মুখ্যমন্ত্রীর কোনও সরকারি আবাস নেই।
এই পরিস্থিতিতে, নয়া মুখ্যমন্ত্রীর জন্য একটি উপযুক্ত সরকারি বাসস্থান খুঁজছে রাজ্য প্রশাসন। এক ঊর্ধ্বতন সরকারি কর্তা জানিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রীর গ্রিভ্যান্স সেল চলত যে ভবনে, সেই ভবনটি-সহ বেশ কয়েকটি সরকারি ভবনের তালিকা তৈরি করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী গিরিধর গামাং-এর সরকারি বাসভবন ছিল এই ভবনটি। তবে, যে ভবনটিই স্থির করা হোক, এখনই নয়া মুখ্যমন্ত্রী সেখানে থাকা শুরু করবেন না। ভবন নির্বাচন করার পর, ভবনটির প্রয়োজনীয় সংস্কার করতে হবে। মুখ্যমন্ত্রীর বাসভবনের উপযুক্ত সুযোগ-সুবিধার বন্দোবস্ত করা হবে। ততদিন, নতুন মুখ্যমন্ত্রীর জন্য অস্থায়ী বাসস্থান হিসাবে, রাজ্য গেস্ট হাউসে একটি স্যুট প্রস্তুত রাখছে রাজ্য প্রশাসন।
পট্টনায়ক পরিবারের আসল বাংলোটি অবস্থিত কটকে। সেখানেই জন্মেছিলেন বিজু পট্টনায়কের তিন সন্তান – প্রেম, গীতা এবং নবীন। এরপর, ভুবনেশ্বরে নবীন নিবাস তৈরি করেছিলেন বিজু। তারপর সপরিবারের তাঁরা ভুবনেশ্বরে চলে এসেছিলেন। এখন ভুবনেশ্বরের বাংলোটিতে একটি জাদুঘর তৈরি করা হয়েছে।
১৪৭ আসনের ওড়িশা বিধানসভায় এবার ৭৮টি আসনে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে, ২৪ বছর ধরে রাজ্য শাসনের পর, এবার ৫১ আসনেই আটকে গিয়েছে বিজু জনতা দল। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ১৪টি আসন। ফলে, রাজ্যে পরবর্তী সরকার গঠন করতে চলেছে বিজেপি। বুধবার বিকেল ৫টাতেই ওড়িশার নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার কথা। মুখ্যমন্ত্রী কে হবেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে, দৌড়ে রয়েছে বেশ কয়েকটি নাম। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল ধর্মেন্দ্র প্রধানের নাম। কিন্তু, তিনি সদ্য কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এরপর সকলের চোখ রয়েছে ব্রজরাজনগরের বিধায়ক সুরেশ পূজারির দিকে। ইতিমধ্যে, তিনি দিল্লিতে বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে দেখাও করেছেন। তিনি ছাড়া রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামল, কেভি সিং ও মোহন মাঝিও মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন।