Sharad Pawar: অজিত পাওয়ারকে ‘দলের নেতা’ বলেও ‘ইউ টার্ন’ এনসিপি প্রধানের

NCP: অজিত পাওয়ার প্রসঙ্গে এনসিপি প্রধান বলেন, "কিছু সদস্য দল ছাড়তেই পারেন, কেউ আলাদা অবস্থান নিতেই পারেন। গণতন্ত্রে তাঁদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।"

Sharad Pawar: অজিত পাওয়ারকে 'দলের নেতা' বলেও 'ইউ টার্ন' এনসিপি প্রধানের
অজিত পাওয়ার ও শরদ পাওয়ার। ফাইল ছবি।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 7:08 PM

মুম্বই: ফের ‘U টার্ন’ এনসিপি প্রধানের! ভাইপো অজিত পওয়ারকে (Ajit Pawar) দলের নেতা বলে মন্তব্য করেছিলেন NCP প্রধান শরদ পওয়ার। যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়। সুপ্রিয়া সুলের মন্তব্যকে সমর্থন জানিয়ে দলে ভাঙনের কথা কার্যত অস্বীকার করেছিলেন শরদ পওয়ার (Sharad Pawar)। অর্থাৎ অজিত পওয়ারকে ‘দলের সিনিয়র বিধায়ক’ মন্তব্যে সিলমোহর দিয়েছিলেন এনসিপি প্রধান। এরপর শুক্রবার এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ফের ১৮০ ডিগ্রি ঘুরে যান শরদ পওয়ার। সতর্কতার সুরে প্রবীণ রাজনীতিক বলেন, “আমি বলছি না যে, তিনি (অজিত পওয়ার) আমাদের নেতা। সুপ্রিয়া (সুপ্রিয়া সুলে) এটা বলেছেন ঠিকই আছে। তিনি (সুপ্রিয়া সুলে) অজিত পওয়ারের ছোট বোন। এর মধ্যে রাজনৈতিক অর্থ বের করার কোনও মানে নেই।”

বৃহস্পতিবারই শরদ-কন্যা সুপ্রিয়া সুলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অজিত পওয়ার প্রসঙ্গে বলেছিলেন, “তিনি (অজিত পওয়ার) আমাদের দলের সিনিয়র বিধায়ক।” তাঁর এই মন্তব্যে “কোনও সংশয় নেই” বলে জানান শরদ পওয়ার। অর্থাৎ দলে ভাঙনের কথা কার্যত অস্বীকার করেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে তাঁর পাল্টা প্রশ্ন ছিল, “কীভাবে কেউ বলছেন এনসিপি ভেঙে গিয়েছে? একটা রাজনৈতিক দলের ভাঙনের অর্থ কী? যখন একটি বড় দলের জাতীয় স্তরে বিভাজন হয়, তখনই সেটাকে ভাঙন বলে। কিন্তু, এখানে সেরকম কিছু হয়নি।” এনসিপি প্রধান আরও বলেন, “কিছু সদস্য দল ছাড়তেই পারেন, কেউ আলাদা অবস্থান নিতেই পারেন। গণতন্ত্রে তাঁদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।”

অজিত পওয়ার প্রসঙ্গে সুপ্রিয়া সুলের পর এনসিপি প্রধানের এই মন্তব্য নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়। এরপর ফের এদিন উল্টো সুর শোনা গেল শরদ পওয়ারের গলায়। অজিত পওয়ার ‘তাঁর (সুপ্রিয়া সুলে) দাদা’ বলে শরদ পওয়ার আদতে ‘ড্যামেজ কন্ট্রোলে’র চেষ্টা করছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু, শরদ পওয়ার আদতে কী অবস্থান নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে মহারাষ্ট্রের রাজনীতিতে।

প্রসঙ্গত, গত ২ জুলাই অজিত পওয়ার মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা-বিজেপির যৌথ সরকারের সঙ্গে হাত মেলান। এবং উপ-মুখ্যমন্ত্রী পদে আসীন হন। তবে সাম্প্রতিককালে বেশ কয়েকবার শরদ পওয়ারের বাড়িতে যেতে দেখা গিয়েছে অজিত পওয়ারকে। দুজনের মধ্যে বেশ কয়েক দফায় একান্তে বৈঠকও হয়েছে বলে সূত্রের খবর। শরদ ও অজিত সম্পর্কে কাকা-ভাইপো। তাই তাঁদের বৈঠক সম্পূর্ণ পারিবারিক বিষয়, এর মধ্যে রাজনীতির কোনও ব্যাপার নেই বলে জানিয়েছিলেন শরদ পওয়ার।