Sharad Pawar: পুরনো সংসদের সঙ্গে আত্মার টান, নতুন সংসদের উদ্বোধনে না গিয়ে ‘খুশি’ শরদ পওয়ার

New Parliament Inauguration: শরদ পওয়ার বলোন "আমি সকালে অনুষ্ঠানটি দেখেছি। আমি খুশি যে ওই অনুষ্ঠানে যাইনি। ওখানে যা হল, তা দেখে আমি চিন্তিত। আমাদের দেশ কি পিছিয়ে যাচ্ছে? সীমিত সংখ্যক মানুষের জন্য় কি এই অনুষ্ঠান ছিল?" 

Sharad Pawar: পুরনো সংসদের সঙ্গে আত্মার টান, নতুন সংসদের উদ্বোধনে না গিয়ে 'খুশি' শরদ পওয়ার
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2023 | 6:50 AM

পুণে: হাজারো বিতর্ক-জল্পনা, তার মাঝেই উদ্বোধন হয়ে গেল নতুন সংসদ ভবনের (New Parliament)। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কংগ্রেস সহ ২০টি দল অনুষ্ঠান বয়কট করে। এর মধ্যে অন্যতম ছিল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপিও। রবিবার সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল না হওয়া নিয়ে এনসিপি প্রধান শরদ পওয়ার(Sharad Pawar)-কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমি খুশি যে নতুন সংসদ ভবনের উদ্বোধনে যাইনি।” 

নিজে না গেলেও গোটা অনুষ্ঠান সম্পর্কেই ওয়াকিবহাল ছিলেন এনসিপি নেতা শরদ পওয়ার। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর তিনি সংসদে পুজো ও সেঙ্গোল প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমি সকালে অনুষ্ঠানটি দেখেছি। আমি খুশি যে ওই অনুষ্ঠানে যাইনি। ওখানে যা হল, তা দেখে আমি চিন্তিত। আমাদের দেশ কি পিছিয়ে যাচ্ছে? সীমিত সংখ্যক মানুষের জন্য় কি এই অনুষ্ঠান ছিল?” 

প্রবীণ নেতার মতে, গতকাল নতুন সংসদ ভবনে যা কিছু হয়েছে, তা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সমাজের চিন্তাধারার সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, “আধুনিক বিজ্ঞানের উপর ভিত্তি করে সমাজ গড়ার ভাবনা ছিল প্রধানমন্ত্রী নেহেরুর। গতকাল ঠিক তার উল্টোটা হয়েছে। সরকারের দায়িত্ব রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো। লোকসভার স্পিকার ওম বিড়লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অথচ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, যিনি রাজ্য়সভার চেয়ারম্য়ান, তিনি ছিলেন না। গোটা অনুষ্ঠানটিই সীমিত সংখ্যক কিছু মানুষের জন্য আয়োজন করা হয়েছিল বলে মনে হচ্ছে…”

তিনি আরও বলেন, “আমাদের পুরনো সংসদ ভবনের সঙ্গে এক বিশেষ যোগ রয়েছে, এটা শুধু সংসদের সদস্য বলে নয়… নতুন সংসদ ভবন গঠন নিয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি। যদি সবাই এই বিষয়ে লিপ্ত থাকত, তবে ভাল হত।”

উল্লেখ্য, গতকাল এনসিপি সাংসদ তথা শরদ পওয়ারের কন্য়া সুপ্রিয়া সুলেও নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে “অসম্পূর্ণ” বলে আখ্যা দেন বিরোধী দল না থাকার কারণে।