Sharad Pawar: ‘কিছু শুভাকাঙ্ক্ষী বোঝাচ্ছেন…’, ভাইপোর মতোই বিজেপির হাত ধরছেন শরদ পওয়ারও?
Nationalist Congress Party: শরদ পওয়ার বলেন, "এনসিপির রাজনৈতিক মতাদর্শ কোনওভাবে বিজেপির সঙ্গে খাপ খায় না। এনসিপির জাতীয় সভাপতি হিসাবে আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে আমার দল বিজেপির সঙ্গে জোট বাঁধবে না।"
মুম্বই: চুপিসাড়ে সাক্ষাৎ সেরেছেন ভাইপোর সঙ্গে। তারপর থেকেই জল্পনা, ভাইপো অজিতের (Ajit Pawar) হাত ধরে এবার কি শরদ পওয়ারও (Sharad Pawar) বিজেপির জোটসঙ্গী হবেন? রবিবার যাবতীয় জল্পনার জবাব দিলেন এনসিপি (NCP) প্রধান। সাফ জানিয়ে দিলেন, তাঁর দল বিজেপি(BJP)-র সঙ্গে কখনও হাত মেলাবে না। কয়েকজন ‘হিতাকাঙ্ক্ষী’ তাঁকে বোঝানোর চেষ্টা করছেন বিজেপির সঙ্গে জোট বাঁধার জন্য, এমনটাও দাবি করেন এনসিপি প্রধান শরদ পওয়ার।
রবিবার মহারাষ্ট্রের সোলাপুরের সাঙ্গোলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরদ পওয়ার বলেন, “এনসিপির রাজনৈতিক মতাদর্শ কোনওভাবে বিজেপির সঙ্গে খাপ খায় না। এনসিপির জাতীয় সভাপতি হিসাবে আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে আমার দল বিজেপির সঙ্গে জোট বাঁধবে না। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনও ধরনের সংযোগই এনসিপির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
তবে কয়েকজন ‘হিতাকাঙ্খী’ তাঁকে বোঝানোর চেষ্টা করছেন বলেও দাবি করেন প্রবীণ নেতা। বলেন, “আমাদের মধ্যে কয়েকজন ভিন্ন অবস্থান নিয়েছে। আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা দেখার চেষ্টা করছেন যে আমাদের অবস্থানও পরিবর্তন করা যায় কি না। সেই কারণেই আমাদের সঙ্গে আলোচনা করছে।”
ভাইপো অজিত পওয়ারের নাম না নিলেও, এই কথা যে তাঁকে উদ্দেশ্য করেই বলেছেন তা বলা বাহুল্য। শনিবারই শরদ পওয়ার ও অজিত পওয়ার পুণেতে এক ব্যবসায়ীর বাংলোয় দেখা করেন। দীর্ঘ এক ঘণ্টা ধরে কাকা-ভাইপোর মধ্য়ে আলোচনা হয়। এরপরই শরদ পওয়ারের দলও বিজেপি শিবিরে নাম লেখায় কি না, তা নিয়ে জল্পনা-আলোচনা শুরু হয়েছিল।
অজিত পওয়ারের সঙ্গে গোপন সাক্ষাৎ নিয়ে শরদ পওয়ার বলেন, “ওঁ (অজিত পওয়ার) আমার ভাইপো হয়। নিজের ভাইপোর সঙ্গে দেখা করায় কা দোষ রয়েছে? যদি পরিবারের গুরুজন আরেক সদস্যের সঙ্গে দেখা করতে চান, তা নিয়ে কোনও সমস্যা থাকা উচিত নয়।”