Cattles Death: প্রবল বৃষ্টিতে ঘনিয়ে এল দুর্যোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৩০০ গবাদি পশুর

Cattles Death: উত্তরাকাশীতে ৩০০-র বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গিয়েছে বলে জানা গিয়েছে।

Cattles Death: প্রবল বৃষ্টিতে ঘনিয়ে এল দুর্যোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৩০০ গবাদি পশুর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2023 | 9:19 PM

উত্তরাকাশী: বাজ পড়ে মৃত্যু হল ছাগল ও ভেড়া দলের। শনিবার রাতের ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উত্তরকাশীর খাট্টু খাল জঙ্গলে তিনশোর বেশি ছাগল ও ভেড়ার মৃত্যু হল। দুন্দা ব্লকের খাট্টু খাল এলাকায় এই ঘটনা ঘটে।

ভাটওয়ারি ব্লকের বারসু গ্রামের বাসিন্দা সঞ্জীব রাওয়াত। শনিবার বিকেলে নিজের ছাগল ও ভেড়াদের চড়াতে নিয়ে গিয়েছিলেন তিনি। প্রায় হাজার খানেক ছাগল ও ভেড়া নিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধুও। ঋষিকেশ থেকে ফেরার পথে খুব ঝড়, বৃষ্টি শুরু হয়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে থাকে। সেই সময় একটি পাইন গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল ছাগল ও ভেড়াগুলো। বাজ পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মার যায় তিনশোর বেশি ছাগল ও ভেড়া। গতকাল রাত ৯ টার সময় এই ঘটনা ঘটে।

ডুন্ডা ব্লক থেকে রাজস্ব বিভাগের একটি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে মৃত গবাদি পশুদের ময়নাতদন্ত করে এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে অন্তর্বর্তীকালীন ত্রাণ দেওয়ার বিষয়টি সম্পন্ন করে। উত্তরাকাশীর দুন্দা ব্লকের নায়েব তেহসিলদার প্রতাপ সিং চৌহান বলেন, “উত্তরকাশী জেলার ভারসু গ্রামের ভগত রাম এবং সঞ্জীব সিংয়ের ভেড়ার গবাদি পশুরা যখন বিশ্রাম নিচ্ছিল এবং তারা দু’জন রাতে রাতের খাবার তৈরিতে ব্যস্ত ছিলেন তখন এই ঘটনা ঘটে।” এক আধিকারিক জানিয়েছেন, গবাদি পশু বেচাকেনা করেই সঞ্জীবের সংসার চলে। তাই এই ঘটনায় তাঁর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে।