AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eris Variant in India: ভারতেও ঢুকে পড়েছে করোনার এরিস ভ্যারিয়েন্ট, জ্বর, সর্দি-কাশি হলে আর হালকা চালে নয়

COVID-19 New Variant: চিকিৎসকদের দাবি, এই ভাইরাল জ্বরের উপসর্গ করোনার মতোই। ভাইরাল জ্বর মনে করলেও অনেকেই আসলে নতুন করোনার ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন।

Eris Variant in India: ভারতেও ঢুকে পড়েছে করোনার এরিস ভ্যারিয়েন্ট, জ্বর, সর্দি-কাশি হলে আর হালকা চালে নয়
আবারও চিন্তা বাড়াচ্ছে করোনা।Image Credit: Pixabay
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 12:01 PM
Share

নয়া দিল্লি: কিছুতেই স্বস্তি দিচ্ছে না করোনা সংক্রমণ (COVID-19)। চলতি বছরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) আশ্বস্ত করে জানিয়েছিল, করোনার শেষের শুরু হয়েছে। কিন্তু এর মধ্য়েই ফের উদ্বেগ বাড়াতে শুরু করেছে করোনা ভাইরাসের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট ই.জি.৫.১ (E.G.5.1)। সহজ ভাষায় এরিস নামেই পরিচিত এই ভ্যারিয়েন্ট। ব্রিটেন কাঁপাচ্ছে করোনার এই নতুন সংক্রমণ। পাশাপাশি আমেরিকাতেও বাড়ছে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের প্রভাব। এবার চিন্তার খবর ভারতের জন্যও। কারণ ব্রিটেন-আমেরিকার পাশাপাশি ভারতেও ঢুকে পড়ল এরিস ভ্য়ারিয়েন্ট (Eris Variant)। গত মে মাসেই মহারাষ্ট্রের পুণেতে ই.জি.৫.১  ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে।

আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে ওই করোনা রোগীকে চিহ্নিত করা হয়। পরে সেই নমুনা বিজে সরকারি মে়ডিক্যাল কলেজে জিনোম সিকোয়েন্সিং করা হলে জানা যায়, এটি করোনার ই.জি.৫.১ বা এরিস ভ্যারিয়েন্ট।

ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকেই উৎপত্তি হওয়া এই এরিস ভ্যারিয়েন্ট নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, সেখানেই বিভিন্ন রাজ্যেই ঘরে ঘরে ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীর খোঁজ মিলছে। চিকিৎসকদের দাবি, এই ভাইরাল জ্বরের উপসর্গ করোনার মতোই। ভাইরাল জ্বর মনে করলেও অনেকেই আসলে নতুন করোনার ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। কর্নাটকে প্রতি তিনটি বাড়ির মধ্যে একটি বাড়িতে করোনা আক্রান্তের খোঁজ মিলছে। দিল্লিতেও প্রতি পাঁচটি বাড়ির মধ্যে একটি বাড়ির বাসিন্দা এরিস ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। করোনার প্রথম দুটি ঢেউয়ে বিধ্বস্ত মহারাষ্ট্রেও বাড়বাড়ন্ত হচ্ছে করোনার। প্রতি ছয়জনের মধ্যে একজন করোনার এই নতুন ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন।

কতটা সংক্রামক এরিস ভ্যারিয়েন্ট?

ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির তরফে জানানো হয়েছে, দ্রুত এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। প্রতি সপ্তাহে গড়ে ২০.৫১ শতাংশ হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ব্রিটেনে গত ২০ জুলাই অবধি যত সংখ্যক করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, তার মধ্যে ১৪.৫ শতাংশই এরিস ভ্যারিয়েন্টের।

এরিস ভ্য়ারিয়েন্টের উপসর্গ কী কী?

অতি সংক্রামক হলেও এই সংক্রমণ অতটা গুরুতর আকার ধারণ করছে না। বিশেষ করে যারা করোনা টিকাপ্রাপ্ত, তাদের ক্ষেত্রে সংক্রমণ গুরুতর আকার ধারণ করছে না। এই সংক্রমণের উপসর্গগুলি হল-

  • জ্বর
  • সর্দি-কাশি
  • গা-হাত-পা ব্যাথা
  • গলা ব্যাথা