COVID-19 New Variant: ১০৮ গুণ বেশি সংক্রামক ক্ষমতা! এবার ভারতেও মিলল করোনার ‘ভয়ঙ্কর’ ভ্যারিয়েন্ট XBB 1.5-র খোঁজ
XBB 1.5 Variant: জানা গিয়েছে, এক্সবিবি১.৫ ভ্যারিয়েন্টটি হল রিকম্বিনেন্ট স্ট্রেইন। ওমিক্রনের দুটি সাব ভ্যারিয়েন্টের হাইব্রিড হল এই ভ্যারিয়েন্ট। করোনার বিকিউ ও এক্সবিবি- উভয় ভ্যারিয়েন্টের থেকেই অনেক বেশি সংক্রমণ ছড়াতে সক্ষম এই ভ্য়ারিয়েন্ট।
নয়া দিল্লি: চোখের পলকেই কেটে গিয়েছে আরও একটি বছর। আজ থেকে সূচনা হচ্ছে নতুন একটি বছরের। তবে বছর পাল্টালেও করোনা (COVID-19) নিয়ে চিন্তা দূর হচ্ছে না। ২০২৩ সালের শুরুতেই চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাসের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে, ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট এক্সবিবি ১.৫ (XBB 1.5)-এর খোঁজ পাওয়া গিয়েছে। আমেরিকায় করোনা সংক্রমণের যে বাড়াবাড়ি, তা এই ভ্যারিয়েন্টের প্রভাবেই হচ্ছে। এখনও অবধি করোনার যেক’টি ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে, তার মধ্যে এই ভ্যারিয়েন্টটিই সবথেকে ভয়ঙ্কর বলে দাবি বিশেষজ্ঞদের। এবার আমেরিকায় ভয় ধরানো সেই ভ্যারিয়েন্টের খোঁজ মিলল ভারতেও। সূত্রের খবর, শুক্রবার গুজরাটে(Gujarat) এক করোনা আক্রান্তের শরীরে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টের খোঁজ মেলে।
২০২২-র শেষভাগেই চিন সহ একাধিক দেশে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বিভিন্ন দেশে সংক্রমণ বাড়তে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকারও। জানা গিয়েছে, ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭-র প্রভাবেই এই সংক্রমণ ছড়াচ্ছে। নতুন ভ্যারিয়েন্টকে রুখতেই যখন তৎপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, সেই সময়ই করোনার অন্য আরেক ভ্যারিয়েন্টের খোঁজ মিলল। বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে, এটা করোনার সবথেকে শক্তিশালী ও ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট হতে পারে। আমেরিকায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশই এক্সবিবি১.৫ ভ্যারিয়েন্টে আক্রান্ত।
জানা গিয়েছে, এক্সবিবি১.৫ ভ্যারিয়েন্টটি হল রিকম্বিনেন্ট স্ট্রেইন। ওমিক্রনের দুটি সাব ভ্যারিয়েন্টের হাইব্রিড হল এই ভ্যারিয়েন্ট। করোনার বিকিউ ও এক্সবিবি- উভয় ভ্যারিয়েন্টের থেকেই অনেক বেশি সংক্রমণ ছড়াতে সক্ষম এই ভ্য়ারিয়েন্ট। বিকিউ ১ ভ্যারিয়েন্টের থেকে ১০৮ শতাংশ বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। চিনে আতঙ্ক ছড়ানো বিএফ.৭-র থেকেও তুলনামূলকভাবে অনেক বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার নয়া এই ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা এখনও অবধি প্রাথমিক স্তরেই রয়েছে। ফলে এই ভ্যারিয়েন্ট সম্পর্কে আরও তথ্য জানা বাকি।