Earthquake: বর্ষবরণের রাতেই আতঙ্ক, ভূমিকম্পে দুলে উঠল দিল্লি-হরিয়ানা

Earthquake in Delhi-Haryana: নতুন বছরের শুরুতেই ভূমিকম্প অনুভূত হওয়া নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, মৃদু মাত্রার ভূমিকম্প হয়েছে।

Earthquake: বর্ষবরণের রাতেই আতঙ্ক, ভূমিকম্পে দুলে উঠল দিল্লি-হরিয়ানা
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2023 | 6:13 AM

নয়া দিল্লি: বর্ষবরণের আনন্দে যখন মাতোয়ারা সকলে, সেই সময়ই হঠাৎ কেঁপে উঠল পায়ের নীচের মাটি। ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল রাজধানী (Delhi)। কম্পন অনুভূত হল হরিয়ানা (Haryana) সহ পার্শ্ববর্তী একাধিক এলাকাতেও। নতুন বছরের পা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যদিও ১ জানুয়ারির মধ্য রাতের এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শনিবার মধ্য রাতে ভূমিকম্প অনুভূত হয় দিল্লি, হরিয়ানা সহ একাধিক জায়গায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ারানার ঝাজ্জর।

নতুন বছরের শুরুতেই ভূমিকম্প অনুভূত হওয়া নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, মৃদু মাত্রার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর থেকে ১২ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রাত ১টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন।

ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায় দিল্লি, হরিয়ানা সহ সংলগ্ন অঞ্চলগুলিতে। যদিও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। এদিকে, ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই টুইটারে মিমের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, দিল্লিবাসী নববর্ষের উন্মাদনায় এতটাই মেতে উঠেছেন যে ভূমিকম্প হয়ে গেল। কেউ আবার লিখেছেন, বর্ষবর্ষণের রাতেই ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে দিল ২০২৩। অনেকেই বলছেন, ২০২৩ আসতে না আসতেই তার প্রভাব টের পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের নভেম্বর মাসের ১২ তারিখ ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি ও পার্শ্ববর্তী এলাকাগুলি। সেই সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। জানা গিয়েছিল, নেপালে একইদিনে পরপর তিনবার ভূমিকম্পের জেরে দিল্লি, পঞ্জাব, বিহার, উত্তরাখণ্ড সহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছিল। এরপরে সেই সপ্তাহেই ফের ভূমিকম্প হয় দিল্লিতে, রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.৪। পরবর্তী কয়েক সপ্তাহে পঞ্জাব,  অরুণাচল প্রদেশ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, গত ৮ থেকে ১৬ নভেম্বরের মধ্যে উত্তরাখণ্ড-নেপাল সীমান্তবর্তী হিমালয়ের অংশে কমপক্ষে ১০টি  ভূমিকম্প হয়েছিল।