Ola Electric: গলায় আইডি কার্ড ঝুলিয়ে অফিসে সারমেয়! ওলার নতুন কর্মচারী বিজলি

Ola Electric: আদপে বিজলি হল একটি সারমেয়। যার গলায় ঝুলছে আইডি কার্ড। আর এই ছবি পোস্ট করতেই দ্রুত গতিতে তা ভাইরালও হয়েছে।

Ola Electric: গলায় আইডি কার্ড ঝুলিয়ে অফিসে সারমেয়! ওলার নতুন কর্মচারী বিজলি
বিজলি ওলার নতুন কর্মচারিImage Credit source: NDTV
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 12:07 PM

দিল্লি: ওলার নতুন কর্মচারি ‘বিজলি’। কয়েকদিন আগেই সে যোগদান করেছে কোম্পানিতে। টুইটারে ওলার সিইও ভবেশ আগরওয়াল তাঁর এই নতুন কর্মচারির ছবি দিয়ে সকলের সঙ্গে আলাপও করিয়ে দিলেন।

কে এই বিজলি?

আদপে বিজলি হল একটি সারমেয়। যার গলায় ঝুলছে আইডি কার্ড। আর এই ছবি পোস্ট করতেই দ্রুত গতিতে তা ভাইরালও হয়েছে। বিজলির আইডি নম্বর ৪৪০। ওই কার্ডটিতে সারমের রক্তের গ্রুপ হিসাবে ‘paw+ve’ উল্লেখ করা হয়েছে। এই কার্ডে ওলা ইলেকট্রিকের ব্যাঙ্গালোর অফিসের ঠিকানা লেখা হয়েছে। যার অর্থ বিজলি কোরামঙ্গলা শাখার কর্মী।

আর এই খবর ভাইরাল হতেই কেউ লিখেছেন বিজলি অফিস কাঁপাবে। কেউ তো আবার লিখেছেন, ‘এটা তো বিজলিদের দুনিয়া। আমরা শুধু থাকছি’ আইডি কার্ড অনুযায়ী, বিজলি মানব সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় ধীরে ধীরে হাঁটতে পছন্দ করেন। ফলত, অনেকেই বিজলির সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে।