Crocodile: বাড়ির চালে ওৎ পেতে বসে কুমীর! রান্নাঘরেও বিন্দাস ঘুরে বেড়াচ্ছে ১৫ ফুটের কুমীর

Video: বিশ্বমিত্র নদীতে জলস্তর বাড়তেই লোকালয়ে ঢুকে পড়ছে কুমীর। ১০ থেকে ১৫ ফুট আয়তনের কুমীর লোকালয়ে ঢুকে পড়েছে। রাস্তাঘাট, পার্কে দেখা যাচ্ছে কুমীর। এমনকী বাড়ির চালে, বিশ্ববিদ্যালয় চত্বরেও ঘুরে বেড়াচ্ছে কুমীর।    

Crocodile: বাড়ির চালে ওৎ পেতে বসে কুমীর! রান্নাঘরেও বিন্দাস ঘুরে বেড়াচ্ছে ১৫ ফুটের কুমীর
রান্নাঘরে ঢুকল কুমীর।Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 30, 2024 | 1:33 PM

আহমেদাবাদ: বন্যায় ডুবেছে গুজরাট। ভাদোদরা, দ্বারকা, জামনগর, মোরবি, সুরেন্দ্র নগর, রাজকোট, জুনাগড়, আমরেলি, ভাবনগর সহ একাধিক জেলাই জলের নীচে ডুবে রয়েছে। তবে বন্যা নয়, ভাদোদরার বাসিন্দাদের চিন্তা এখন অন্য কিছু। অন্য সময় হাটু জল বা কোমর সমান জল পেরিয়েও যাতায়াত করেছেন, কিন্তু এখন তারা জলে পা ডোবাতেই ভয় পাচ্ছেন। কেন? যেখানে-সেখানে ওৎ পেতে বসে আছে বিপদ। এমনকী, ঘরেও ঢুকে পড়ছে বিপদ। কী সেই বিপদ? রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কুমীর। ঘরেও ঢুকে পড়ছে বড় বড় কুমীর। বাসিন্দারা কোথায় যাবেন, তা বুঝে পারছেন না।

ভারী বৃষ্টিতে প্লাবিত গুজরাট। ভাদোদরার প্রায় গোটা শহরটাই জলের তলায়। বিশ্বমিত্র নদীতে জলস্তর বাড়তেই লোকালয়ে ঢুকে পড়ছে কুমীর। ১০ থেকে ১৫ ফুট আয়তনের কুমীর লোকালয়ে ঢুকে পড়েছে। রাস্তাঘাট, পার্কে দেখা যাচ্ছে কুমীর। এমনকী বাড়ির চালে, বিশ্ববিদ্যালয় চত্বরেও ঘুরে বেড়াচ্ছে কুমীর।

এই খবরটিও পড়ুন

কুমীর সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। একে তো বন্যা পরিস্থিতি, তার মধ্যে কুমীরের উপদ্রব, মাথার ঘাম পায়ে পড়ছে প্রশাসনিক কর্তাদের। জানা গিয়েছে, গত ৫ দিনেই কমপক্ষে ১০টি কুমীর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২টি কুমীরকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৮টি কুমীর এখনও বন্দি করে রাখা হয়েছে। নদীর জলস্তর কমলে, তারপর কুমীরগুলিকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গুজরাটের বিশ্বমিত্র নদীতে কমপক্ষে ৩০০-রও বেশি কুমীরের বাস। রেঞ্জ ফরেস্ট অফিসার কে রাজপুত জানিয়েছেন, প্রতি বছরই বিশ্বমিত্র নদীর পাড়ের এলাকাগুলিতে কুমীর ঢুকে পড়ে। তবে বন্যার মরশুমে কুমীরের উপদ্রব বেড়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)