Flight Passenger: দিল্লিগামী উড়ানে সহযাত্রীর গায়ে প্রস্রাব ব্যক্তির, তারপর…

আমেরিকান এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত যাত্রী মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন। যা নিয়ে বিমানকর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়।

Flight Passenger: দিল্লিগামী উড়ানে সহযাত্রীর গায়ে প্রস্রাব ব্যক্তির, তারপর...
আমেরিকান এয়ারলাইন্সের বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 9:18 PM

নয়া দিল্লি: ফের মাঝআকাশে সহযাত্রীর গায়ে প্রস্রাব বিমানযাত্রীর। আবারও চাঞ্চল্যকর এই ঘটনার অভিযোগ উঠেছে নিউ ইয়র্ক-দিল্লিগামী (New York-Delhi) বিমানে। তবে এবার মদ্যপ অবস্থাতেই ওই ব্যক্তি সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছেন বলে অভিযোগ। যদিও একাজ করে রেহাই পায়নি অভিযুক্ত যাত্রী। দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) উড়ানটি অবতরণের পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের নিউ ইয়র্ক-দিল্লি বিমান, উড়ান-২৯২ রবিবার রাত ৯টা নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের আগে সেই বিমানেরই এক যাত্রী তার সহযাত্রীর গায়ে প্রস্রাব করে। তারপর দিল্লি বিমানবন্দরে উড়ানটি অবতরণ করতেই অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়। যদিও ওই বিমানের কোনও যাত্রী এব্যাপারে অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার (বিমানবন্দর) দেবেশ কুমার মাহলা। আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মাঝআকাশে বিমানযাত্রীর অভব্যতার ঘটনাটি জানিয়ে বিবৃতি দিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত যাত্রী মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন। যা নিয়ে বিমানকর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়। তারপরই অভিযুক্ত ব্যক্তি সহযাত্রীর গায়ে প্রস্রাব করেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টর জেনারেল।

প্রসঙ্গত, বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। গত মাসে আর্য ভোরা নামে এক বিমানযাত্রী নিজের আসনে বসেই প্রস্রাব করেছিলেন এবং সেটা সহযাত্রীর গায়ে গড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। সেই ঘটনাটিও নিউ ইয়র্ক-দিল্লি বিমানে ঘটেছিল। তার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে এবং এক মহিলা যাত্রীর কম্বলে এক ব্যক্তি প্রস্রাব করেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনাটিও ঘটেছিল দিল্লিগামী বিমানে। দিল্লি বিমানবন্দরে উড়ানটি অবতরণের পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তারপর বিমানে যাত্রীদের অভব্যতা রুখতে DGCA-র তরফে কড়া নির্দেশিকাও জারি করা হয়।