মর্মান্তিক ছবি! জোটেনি অ্যাম্বুলেন্স, বাইকেই মায়ের নিথর দেহ নিয়ে যাচ্ছে ছেলে
সেই ছবি দেখে কার্যত শিউরে উঠতে হয়। করোনা পরিস্থিতিতে প্রতিনিয়ত এমন সব মর্মান্তিক ছবি সামনে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
হায়দরাবাদ: শুধুমাত্র করোনা (COVID19) সংক্রমনের পরিসংখ্যানই নয়, প্রত্যেকদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা মর্মান্তিক সব ছবি দেখে কার্যত শিউরে উঠতে হচ্ছে। মৃতের সংখ্যা এত বেশি যে কোথাও কোথাও দাহ করার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে উঠে এলো এমনই এক ভয়ঙ্কর ছবি।
অ্যাম্বুলেন্স কিংবা শববাহী গাড়ি না মেলায় বাইকেই দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ। অন্ধপ্রদেশের শ্রীকাকুলামের ঘটনা। বেশ কিছুদিন ধরেই করোনার উপসর্গ ছিল বছর পঞ্চাশের ওই মহিলার। করোনা পরীক্ষাও করিয়েছিলেন তিনি। কিন্তু রিপোর্ট আসার আগেই মৃত্যু হয় তাঁর। অন্ধপ্রদেশের শ্রীকাকুলাম জেলার মাদ্রাসা মন্ডল গ্রামের বাসিন্দা জি চেঞ্চু নামে ওই মহিলা। রিপোর্ট না এলেও শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় সোমবার তাঁকে পালসার নীলমনি দুর্গা হাসপাতালে নিয়ে যান তাঁর আত্মীয়রা। আর সেখানেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শ্রী কৃষ্ণ ডায়গানোস্টিক সেন্টারে তাঁর একটি সিটি স্ক্যানও করানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে যাওয়া হবে বলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ওই মহিলার পরিবার। কিন্তু আক্রান্তের সংখ্যা এত বেশি যে কোনও অ্যাম্বুলেন্স ফাঁকা নেই। তাই অবশেষে নিজের বাইকেই মাকে দাহ করতে নিয়ে যেতে বাধ্য তাঁর ছেলে নরেন্দ্র ও জামাই রমেশ। হাসপাতালের চিকিৎসক ড. মোহন বাবু জানিয়েছেন ওই মহিলার করোনার উপসর্গ ছিল, রিপোর্ট আসার আগেই মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দিল্লি পৌঁছল অক্সিজেন এক্সপ্রেস, দেশে কমল মৃতের সংখ্যা
তবে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা কিছুটা আশা জাগিয়েছে। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। যা সোমবারের তুলনায় কম। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫১ হাজার ৮২৭ জন। সুস্থতার হার এযাবতকালে এটাই সর্বাধিক। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের। মৃতের সংখ্যাও আগের দিনের তুলনায় কম। করোনা সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। একাধিক রাজ্যে চলছে কঠোর লকডাউন।