Samosa: শিঙাড়ার সঙ্গে চামচ নেই! সোজা মুখ্যমন্ত্রীকে ‘ফোন’ কাস্টমারের

Madhya Pradesh: জানা গিয়েছে ৩০ অগস্ট বাহাদুর  গিয়েছিলেন ওই শিঙাড়ার দোকানে। সেখানে শিঙাড়া প্যাক করে দেওয়ার পর দোকানের কর্মচারীরা চামচ বা বাটি দিতে অস্বীকার করেন বলে অভিযোগ ওই ব্যক্তির।

Samosa: শিঙাড়ার সঙ্গে চামচ নেই! সোজা মুখ্যমন্ত্রীকে 'ফোন' কাস্টমারের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2022 | 7:24 PM

ভোপাল: জন সাধারণ বিভিন্ন সমস্যার কথা নথিভুক্ত করতে মধ্য প্রদেশে চালু রয়েছে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর। সাধারণত জটিল বা গুরুত্বপূর্ণ বিষয়, যে সবের সমাধান স্থানীয় ভাবে করা যায় না। স্থানীয় প্রশাসন কোনও সমস্যার সমাধানে উদ্যোগী না হলে এই হেল্পলাইন নম্বরে ফোন করে রাজ্যবাসী। কিন্তু সম্প্রতি মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে যে ফোন গিয়েছে তাতে চমকে গিয়েছেন অফিসাররা। এক ব্যক্তি সেখানে ফোন করে সরাসরি এক দোকানদারের বিরুদ্ধে অফিযোগ করেছেন। মধ্য প্রদেশের ছত্তারপুর বাস স্ট্যান্ডে ভাজাভুজির দোকান রয়েছে ওই দোকানির। কিন্তু শিঙাড়া কিনলে শিঙাড়া খাওয়ার জন্য ওই দোকানদার চামচ দেন না বলে অভিযোগ এই ব্যক্তি। হেল্পলাইনে ফোন করে সেই অভিযোগই জানিয়েছেন ওই ব্য়ক্তি।

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে শিঙাড়া নিয়ে অভিযোগ জানানো ওই ব্যক্তির নাম বনস বাহাদুর। সম্প্রতি তিনি হেল্পলাইন নম্বরে ফোন করে বলেছেন, “ছত্তারপুর বাসস্ট্যান্ডে একটি শিঙাড়ার দোকান রয়েছে। ওই দোকানের নাম রাকেশ সামোসা। যাঁরা এখান থেকে শিঙাড়া প্যাকেটে করে নিয়ে যান, তাঁদের কোনও চামচ বা বাটি দেওয়া হয় না। তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করন।”

জানা গিয়েছে ৩০ অগস্ট বাহাদুর  গিয়েছিলেন ওই শিঙাড়ার দোকানে। সেখানে শিঙাড়া প্যাক করে দেওয়ার পর দোকানের কর্মচারীরা চামচ বা বাটি দিতে অস্বীকার করেন বলে অভিযোগ ওই ব্যক্তির। এরপরই হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানান ওই ব্যক্তি। জানা গিয়েছে, সেই অভিযোগ প্রথমে গ্রহণ করা হয়েছিল। কিন্তু ৫ সেপ্টেম্বর সেই অভিযোগ খারিজ করে হয়। এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় জানাজানি হতেই হাসি-ঠাট্টা শুরু হয়ে যায়। নেটিজেনরা ওই ব্যক্তিকে নিয়ে হরেক মন্তব্য করেছেন।