Noida Coconut seller: কি খাচ্ছেন, ডাবের জল না নালার জল? এই ভিডিয়ো দেখলে পরেরবার ভাববেন
Noida Coconut seller: ইন্টারনেটে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখার পর ডাবের জল খেতে গিয়ে আনেকরই মনে প্রশ্ন জাগছে, এটা ডাবের জল না নালার জল? তবে ভিডিয়োটি প্রকাশিত হওয়ার পর, পুলিশ এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে।
নয়া দিল্লি: সম্প্রতি যা গরম পড়েছে, তার জেরে দেশ জুড়ে ব্যাপক হারে বেড়েছে ডাবের জল বিক্রি। দিল্লি রাজধানী এলাকাও তার ব্যতিক্রম নয়। এই গরমে রজধানীতে বসবাসকারী বেশিরভাগ মানুষই তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ঢুকিয়ে নিয়েছেন ডাবের জল বা নারকেল জল। দিল্লির প্রতিটি বাজার ও আবাসনগুলির বাইরে বা রাস্তার ধারে ডাবের জল বিক্রেতাদের দেখা যায়। কিন্তু, গত দুদিনে ইন্টারনেটে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখার পর ডাবের জল খেতে গিয়ে আনেকরই মনে প্রশ্ন জাগছে, এটা ডাবের জল না নালার জল? তবে ভিডিয়োটি প্রকাশিত হওয়ার পর, পুলিশ এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে।
ভিডিয়োটি উত্তর প্রদেশের নয়ডার। এতে, রাস্তার ধারের এক ডাব বিক্রেতাকে দেখা যাচ্ছে তাঁর ডাবগুলিকে তাজা রাখতে তিনি সেগুলির উপর নালার নোংরা জল ছিটিয়ে দিচ্ছেন। প্রথমে তিনি একটি প্লাস্টিকের পাত্রে ওই নালা থেকে জল ভরছেন। তারপর বিক্রির জন্য রাখা ডাবগুলির উপর সেটি থেকে ওই অস্বাস্থকর জল ছিটিয়ে দিচ্ছে। গ্রেটার নয়ডার শ্রী রাধাকৃষ্ণ স্কাই গার্ডেন সোসাইটি নামে এক আবালনের কাছে ওই বিক্রেতা ডাব বিক্রি করেন। এলাকারই এক বাসিন্দা এই দৃশ্য ক্যামেরা বন্দি করে সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন।
Shudh Taaza Nariyal Pani ?
Refreshing and Hygienic Coconut Water sprinkled with ‘Aab-e-Zim Zim’ and Sold in Shree Radha Krishna Sky Garden Society in Greater Noida. pic.twitter.com/OevWTZv5W2
— mRr (@mrr6519) June 6, 2023
রবিবার ভিডিয়োটি শেয়ার করা হয়। সোশ্যাল মিডিয়ায় সেটি ব্যাপক ভাইরাল হয়। এরপরই আসরে নামে গৌতম বুদ্ধ নগর থানার পুলিশ। ভিডিয়োটির ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে এবং ওই ডাব বিক্রেতাকে শনাক্ত করে। পরে,তাঁকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সমীর। সে আদতে উত্তর প্রদেশের বেরিলি জেলার বাসিন্দা, বয়স ২৮ বছর।
उक्त प्रकरण में थाना बिसरख पुलिस द्वारा आरोपी अभियुक्त को गिरफ्तार कर नियमानुसार विधिक कार्रवाई की गई। pic.twitter.com/8BxvMQmZWf
— POLICE COMMISSIONERATE GAUTAM BUDDH NAGAR (@noidapolice) June 5, 2023
থানার ইনচার্জ অনিল কুমার রাজপুত বলেছেন, অভিযুক্ত বিক্রেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭০ ধারায় অর্থাৎ জীবন বিপন্নকারী বিপজ্জনক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন মারাত্মক কাজ করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। টুইট করে পুলিশ জানিয়েছে, এই বিষয়ে আরও তদন্ত চলছে।