প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমান খুরশিদের স্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি

এর আগেও জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই সময় উত্তরপ্রদেশের (Uttrar Pradesh) মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদব।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমান খুরশিদের স্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি
ছবি- টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2021 | 2:03 PM

লখনউ: প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সলমান খুরশিদের স্ত্রীর বিরুদ্ধে উত্তরপ্রদেশে পরোয়ানা জারি। জানা গিয়েছে, সলমান খুরশিদের (Salman Khurshid) স্ত্রী লুইস খুরশিদ (Louis Khurshid) জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্ট নামের স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সেই স্বেচ্ছাসেবী সংস্থা আর্থিক তছরুপের অভিযোগ।

এর আগেও জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদব। ২০১২ সালে কেন্দ্রীয় সরকার কংগ্রেসের আমলে সেই অভিযোগ বেশি আমল পায় না। তবে যোগী আদিত্যনাথের শাসনকালে ফের লুইস খুরশিদের বিরুদ্ধে পরোয়ানা জারি।

এবার ফতেগড়ের আদালত জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছে। সংবাদ সংস্থা এএনএই-এর একটি প্রতিবেদনে এমন কথাই বলা হয়েছে। জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষদের নানা সাহায্য করা হত। কিন্তু সেখানে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে।

বহু দিন বিষয়টি নাড়াচাড়া না হলেও এবার জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হয়েছে। জল কত দূরে গড়ায় সে দিকেই তাকিয়ে আছে বহু মানুষ। আরও পড়ুন: অধিবেশনের দ্বিতীয় দিনেই নয়া স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নমো, শুনতে বললেন তাঁর কোন কথা?