কেটেছে করোনার গ্রহণ! এ বার সূর্যোদয় দেখা যাবে তাজমহলে

স্রেফ ৬৫০ জন এককালীন এখন তাজমহলে প্রবেশাধিকার পান।

কেটেছে করোনার গ্রহণ! এ বার সূর্যোদয় দেখা যাবে তাজমহলে
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 6:55 PM

নয়া দিল্লি: জুন মাসে করোনা (COVID) গেরো কাটিয়ে তালা খুলেছিল তাজমহলের। কিন্তু সূর্যোদয় দেখতে পারছিলেন না দর্শনার্থীরা। কারণ, তাজমহল খুলছিল সকাল ৭টা থেকে। এ বার করোনা আক্রান্তের সংখ্য কমায় সেই সুযোগও পাবেন দর্শনার্থীরা। সকাল ৭টার পরিবর্তে এ বার সকাল ৬টা থেকেই খুলবে তাজমহল। আগ্রা ট্যুরিস্ট ওয়ালফেয়ার চেম্বার প্রেসিডেন্ট প্রহ্লাদ আগরওয়াল জানিয়েছেন, সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ই সবচেয়ে সুন্দর দেখায় তাজমহল। দর্শনার্থীদের সেই সুযোগ দিতেই ভোরে খুলে যাচ্ছে তাজমহল।

অনেক দিন বন্ধ থাকার পর জুন মাসের ১৬ তারিখ খুলেছিল তাজমহল। স্রেফ ৬৫০ জন এককালীন এখন তাজমহলে প্রবেশাধিকার পান। পাশাপাশি সবসময় ভিড়ে নিয়ন্ত্রণ বহালের জন্য থাকে বিশেষ নজরদারি দল। তাজমহল খোলার সময় আগ্রার জেলাশাসক প্রভু এন সিং জানিয়েছিলেন, একটি ফোন নম্বর দিয়ে স্রেফ ৫টি টিকিট বুক করা যাবে।

গত বছর দেশে করোনা করোনা ঢেউ আছড়ে পড়ার পর মার্চ মাস থেকে বন্ধ হয়েছিল তাজমহল। যা পরবর্তীকালে সেপ্টেম্বর মাসে খুলে যায়। এরপর ফের করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ফের চলতি বছরের মধ্য এপ্রিলে বন্ধ হয়েছিল তাজমহল। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নির্দেশ মতো এরপর ১৬ জুন থেকে সারা দেশে ৩,৬৯৩টি স্মৃতিসৌধ ও ৫০টি মিউজিয়াম খুলে যায়। আগ্রার সিংহভাগ মানুষের রুটিরুজি পর্যটকদের ওপর নির্ভর করে। তাই ভোরে তাজমহল খোলার নির্দেশিকায় অত্যন্ত খুশি তাঁরা। আরও পড়ুন:নন্দীগ্রাম মামলা ভিনরাজ্যে সরানোর দাবি, সুপ্রিম কোর্টে হাজির শুভেন্দু অধিকারী