Odisha News: নিজের চোখে দেখেছিলেন স্থানীয়দের কষ্ট, নির্বাচনে হেরেও তাই প্রতিশ্রুতি পূরণ করলেন নেতা
Odisha News: নির্বাচনী প্রচারে বেরিয়ে এলাকায় জলের অভাব দেখেই তিনি বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনের ফল যাই-ই হোক না কেন, জলের ব্যবস্থা করে দেবেন তিনি। বাকি নেতাদের মতোই শ্রীনীবাসও প্রতিশ্রুতি দিচ্ছেন, এমনটাই মনে করেছিলেন ভোটাররা।
ভূবনেশ্বর: নির্বাচনে জেতার জন্য নানা প্রতিশ্রুতি দেন সমস্ত রাজনৈতিক দলের নেতারাই। কিন্তু ভোটের ফল প্রকাশের পর সেই প্রতিশ্রুতি পূরণ করেন কতজন? যেখানে জয়ী নেতারাই নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে পারেন না, সেখানে নির্বাচনে হেরেও প্রতিশ্রুতি পূরণ করে নজির গড়লেন এক নেতা। সম্প্রতিই ওড়িশার পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। ওই নির্বাচনেই কংগ্রেসের টিকিটে লড়েছিলেন জি শ্রীনীবাস রাও। নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়ার। ভোটে না জিতলেও নিজের চোখে দেখেছিলেন গ্রামবাসীদের কষ্ট। সেই কারণেই পকেটের টাকা খরচ করেই গ্রামে জলের ব্যবস্থা করে দিলেন।
নকশাল অধ্যুষিত মালকানগিরি জেলার বাসিন্দা জি শ্রীনীবাস রাও সাধারণ মানুষদের জন্য কাজ করার লক্ষ্যেই নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। কংগ্রেসের তরফে তাঁকে মালকানগিরি পুরসভার চেয়ারম্যান পদের জন্য টিকিটও দেওয়া হয়েছিল। নির্বাচনী প্রচারে বেরিয়ে এলাকায় জলের অভাব দেখেই তিনি বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনের ফল যাই-ই হোক না কেন, জলের ব্যবস্থা করে দেবেন তিনি। বাকি নেতাদের মতোই শ্রীনীবাসও প্রতিশ্রুতি দিচ্ছেন, এমনটাই মনে করেছিলেন ভোটাররা। নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায়, শাসক দল বিজু জনতা দল বা বিজেডি প্রার্থীর কাছে হেরে গিয়েছেন তিনি।
নির্বাচনে জয়ী না হলেও, স্থানীয় বাসিন্দাদের করা প্রতিশ্রুতির কথা ভোলেননি শ্রীনীবাস। সেই কারণেই তিনি নিজের থেকে ৫০ হাজার টাকা খরচ করে টিউবওয়েল বসিয়ে দেন। তিনি বলেন, “এলাকায় প্রচন্ড জলের সমস্যা। স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন প্রায় ২ কিলোমিটার হেঁটে যেতে হয় খাবার জল আনার জন্য। আমি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদের এই সমস্যার সমাধান করবই। সেই কারণেই আমি টিউবওয়েল বসাচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, তারা একাধিকবার স্থানীয় ও জেলা প্রশাসনের কাছে জলের সমস্যার কথা জানিয়েছিলেন, টিউব ওয়েল বসানের জন্য আর্জি চিঠিও পাঠিয়েছিলেন, কিন্তু কোনও ফলই মেলেনি। এর আগে জয়ী প্রার্থীরাও তাদের সমস্য়ায় কান না দিলেও, পরাজিত প্রার্থী তাদের সমস্যা দেখে সমাধান করে দেওয়ায় তারা কৃতজ্ঞবোধ করছেন।