টিকা ‘জুজুর’ ভয়ে ড্রামের পিছনে লুকোচুরি অশীতিপর বৃদ্ধার
স্বাস্থ্যকর্মীরা বাড়ি পৌঁছতেই বেপাত্তা অশীতিপর হর দেবী।
লখনউ: কেন্দ্র হাজারো উপায়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে টিকা (COVID Vaccine) নিরাপদ। কিন্তু টিকা সংক্রান্ত ভ্রান্ত ধারণার অবলুপ্তি এখনও হয়নি। প্রমাণ মিলল উত্তর প্রদেশে। সেখানে এ পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন স্রেফ ৩৫ লক্ষ মানুষ। যা উত্তর প্রদেশের মোট জনসংখ্যার ২ শতাংশ। তাই দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সেখানেই দেখা গেল অশীতিপর এক বৃদ্ধা টিকার ভয়ে ড্রামের পিছনে লুকিয়ে পড়েছেন। ডোর টু ডোর ভ্যাকসিনেশনে বিজেপি বিধায়ক সরিতা ভাদৌড়িয়া ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই মহিলার বাড়িতে টিকা দিতে গিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্যকর্মীরা বাড়ি পৌঁছতেই বেপাত্তা অশীতিপর হর দেবী। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে পাওয়া গেল অন্ধকার ঘরে ড্রামের পিছনে লুকিয়ে থাকতে।
এরপর এক স্বাস্থ্যকর্মী সেখানে গিয়ে ওই বৃদ্ধাকে বাইরে আসার অনুরোধ করেন। তিনি বলেন, “আপনাকে টিকা দিতে আসিনি। বাইরে আসুন। বিধায়ক কী বলছেন শুনুন।” এরপর ওই বৃদ্ধা বাইরে আসেন। তাঁকে বুঝিয়ে টিকাও দেন স্বাস্থ্যকর্মীরা। এ বিষয়ে বিধায়ক সরিতা ভাদৌড়িয়া জানান, ওই বৃদ্ধাকে কেউ বলেছে টিকা নিলে খুব জ্বর আসবে তাই তিনি ভয়ে লুকিয়ে গিয়েছিলেন।
পাশাপাশি টিকা নিয়ে আরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে বলে দাবি করেন তিনি। করোনা টিকাকরণে অনেকটাই পিছিয়ে যোগীরাজ্য। কেন্দ্রের কাছ থেকে ১ কোটি ৮০ লক্ষ টিকা পেয়েছে উত্তর প্রদেশ। কিন্তু সে রাজ্যে টিকা পেয়েছেন স্রেফ ৩৫ লক্ষ মানুষ।